IAS Success Story: ব্যর্থতায় পর সাফল্য, আইএএসের কাহিনিতে অনুপ্রাণিত নেটদুনিয়া

Feb 28, 2024 | 7:31 PM

সোনাল গোয়েল নামের মহিলা আইএএস নিজের এক্স হ্যান্ডেল থেকে সম্প্রতি শেয়ার করেছেন নিজের ইউপিএসসি পরীক্ষার মার্কশিট। তা শেয়ার করেই ব্যর্থতার পর নিজের সাফল্যের কাহিনি শুনিয়েছেন। যা শুনে অনুপ্রাণিত নেটিজেনরা। সাফল্যের এই গল্প তাঁদের মনে ধরেছে। প্রচুর নেটিজেন নিজদের মতামত জানিয়েছেন ওই পোস্টে।

IAS Success Story: ব্যর্থতায় পর সাফল্য, আইএএসের কাহিনিতে অনুপ্রাণিত নেটদুনিয়া
সোনাল গোয়েল

Follow Us

নয়াদিল্লি: প্রথমবারের চেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য না এলে হাল ছেড়ো না। লক্ষ্যে পৌঁছতে আর পরিশ্রম করো। তবে সাফল্য মিলবেই। সোশ্যাল মিডিয়ায় এ রকমই বার্তা এল এক আইএএস অফিসারের থেকে। সোনাল গোয়েল নামের মহিলা আইএএস নিজের এক্স হ্যান্ডেল থেকে সম্প্রতি শেয়ার করেছেন নিজের ইউপিএসসি পরীক্ষার মার্কশিট। তা শেয়ার করেই ব্যর্থতার পর নিজের সাফল্যের কাহিনি শুনিয়েছেন। যা শুনে অনুপ্রাণিত নেটিজেনরা। সাফল্যের এই গল্প তাঁদের মনে ধরেছে। প্রচুর নেটিজেন নিজদের মতামত জানিয়েছেন ওই পোস্টে।

সোনাল গোয়েল শেয়ার করেছেন ২০০৭ সালে ইউপিএসসি পরীক্ষার মার্কশিট। সে বছরই সিভিল সার্ভিসে সফল হয়ে আইএএস হন তিনি। কিন্তু তার আগেও অন্যতম কঠিন এই পরীক্ষায় বসেছিলেন। কিন্তু জেনারাল স্টাডিজের পেপারে কম নম্বর পাওয়ায় ইন্টারভিউতে ডাক পাননি। তার পর তিনি আরও পরিশ্রম করেছিলেন। ২০০৭ সালে জেনারাল স্টাডিজে সবথেকে বেশি নম্বর তুলেছিলেন। সেবার ইন্টারভিউয়ে ডাক পান এবং পাশ করেন। ব্যর্থতার শেষে সাফল্যের এই কাহিনি মনে ধরেছে নেটিজেনদের।

 

সেই পোস্ট দেখে নেটিজেনরাও অনুপ্রাণিত। হাল না ছাড়া মনোভাবের জয় যে শেষে মিলবেই। তাই জানাচ্ছে এই পোস্ট।

Next Article