নয়া দিল্লি: দেশে প্রতিদিন লক্ষাধিক আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যু হচ্ছে হাজারের কাতারে। এহেন সংক্রমণ নিয়ন্ত্রণের সবচেয়ে আদর্শ পন্থা হল নমুনা পরীক্ষা সংখ্যা বাড়িয়ে রোগীদের চিহ্নিত করা এবং আইসোলেশনে থাকা। কিন্তু দেশের বিপুল জনসংখ্যার অনুপাতে যা টেস্ট হচ্ছে তা একেবারেই নগণ্য। যে কারণে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার। এই মাথাব্যথার সমাধান করতে এ বার বড় পদক্ষেপ করল আইসিএমআর। বুধবার রাতে ভারতের শীর্ষ চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে নতুন টেস্টিং কিটে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই কিটের মাধ্যমে যে কেউ সহজে বাড়িতে বসেই নিজের করোনা পরীক্ষা করাতে পারবেন।
আইসিএমআর সূত্রে জানানো হয়েছে, এই কিটের নাম হল ‘কোভিশেল্ফ’। ঘরে বসেই এই টেস্ট করা যাবে। কিন্তু কীভাবে করবেন এই পরীক্ষা?
ঘরে বসে এই টেস্ট করার জন্য সবার প্রথম ‘কোভিশেল্ফ’ (CoviSelf) নামক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে। এরপর সেখানে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এই কাজ শেষ হলে র্যাপিড অ্যান্টিজেন কিটের টেস্টিং স্ট্রিপের মাধ্যমে নিজের নাকের লালারসের নমুনা সংগ্রহ করতে হবে। নমুনা সংগ্রহের কাজ হয়ে গেলে ওই অ্যাপের মাধ্যমে সেই টেস্টিং কিটের একটি ছবি তুলতে হবে। যা সরাসরি পৌঁছে যাবে আইসিএমআর-এর সার্ভারে। এরপর সেই অ্যাপই জানিয়ে দেবে কেউ পজিটিভ নাকি নেগেটিভ। এই টেস্টের ফলাফল পজিটিভ এলে তা নিয়ে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে আইসিএমআর-র পক্ষ থেকে।
আরও পড়ুন: ‘প্রতিশোধ স্পৃহা’-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল
তবে যাদের উপসর্গ থাকা সত্ত্বেও রিপোর্ট নেগেটিভ আসবে তাঁদের ক্ষেত্রে অবিলম্বে আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু র্যাপিড অ্যান্টিজেন কিটে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে সেই কারণে এমন উপদেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে যিনি পরীক্ষা করাচ্ছেন তাঁর গোপনীয়তাও বজায় থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশন এই কিটটি তৈরি করেছে। কীভাবে এই টেস্ট করবেন তা নিয়ে কোনও সংশয় থাকলে এই লিঙ্কে ক্লিক করে একটি ডেমো ভিডিয়োও দেখে নিতে পারেন। যদিও এই টেস্ট শুধুমাত্র তাঁদেরই করতে বলা হয়েছে যাদের শরীরে উপসর্গ আছে এবং যারা এমন ব্যক্তির সংস্পর্শে এসেছেন যার কোভিড রিপোর্ট ল্যাবরটারিতে পজিটিভ এসেছে।
আরও পড়ুন: নিজাম প্যালেসের বাইরে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের, গ্রেফতার ৩