ICSE Result 2023: আইএসসিই দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, দুই শ্রেণিতেই প্রথম স্থানে বাংলার পড়ুয়ারা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 14, 2023 | 7:04 PM

ISCE 10th and 12th Result: আইসিএসই এবং আইএসসি দুই শ্রেণির পরীক্ষাতেই প্রথম স্থানাধিকারী রয়েছেন আমাদের রাজ্য থেকে। আইসিএসই-র ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দুই শ্রেণির পরীক্ষাতেই ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি।

ICSE Result 2023: আইএসসিই দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, দুই শ্রেণিতেই প্রথম স্থানে বাংলার পড়ুয়ারা
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: প্রকাশিত হল আইসিএসই (Indian School Certificate Examinations) দশম ও দ্বাদশ শ্রেণির ফল। রবিবার দুপুর ৩টে নাগাদ আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আইসিএসই বোর্ডের এই পরীক্ষায় পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জয়জয়কার। আইসিএসই এবং আইএসসি দুই শ্রেণির পরীক্ষাতেই প্রথম স্থানাধিকারী রয়েছেন আমাদের রাজ্য থেকে। আইসিএসই-র ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। দুই শ্রেণির পরীক্ষাতেই ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.০১ শতাংশ ও ছেলেদের পাশের হার ৯৫.৯৬ শতাংশ। দশম শ্রেণির পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.২১ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৭১ শতাংশ। এ বছর আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা হয়েছে ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ। অন্য দিকে আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে ১৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ।

আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় গোটা দেশে প্রথম স্থানে রয়েছে ৯ জন পড়ুয়া। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে এক ছাত্র। বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায় আইসিএসই দশম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ।

আইসিএসই দ্বাদশ শ্রেণিতে প্রথম ময়না ও দশম শ্রেণিতে প্রথম সম্বিত

 

দশম শ্রেণির মতো আইসিএসই দ্বাদশ শ্রেণিতেও প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের এক পড়ুয়া। জলপাইগুড়ি জেলার ভক্তিনগর সেন্ট জোসেফ স্কুলের ছাত্র শুভম কুমার আগরওয়াল প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৭৫ শতাংশ। শুভমের পাশাপাশি কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী ময়না গুপ্তাও দেশে প্রথম হয়েছেন। আইসিএসসি দ্বাদশের পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থানে রয়েছেন ২ জন পড়ুয়া। দ্বিতীয় স্থানে রাজ্য থেকে রয়েছেন মোট ৬ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্য থেকে দ্বিতীয় স্থানাধিকারীরা হলেন কলকাতার জিডি বিড়লা স্কুলের শুভশ্রী সাহু, হাওড়ার এমসি কেজরীবাল বিদ্যাপীঠের সিদ্ধার্থ কুমার দুগার, বেলঘড়িয়ার অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্কা সামন্ত, কলকাতার প্র্যাট মেমোরিয়াল স্কুলের অনুশা মাইতি, জিডি বিড়লা স্কুলের ঐশি গঙ্গোপাধ্যায় এবং কলকাতার মডার্ন হাই স্কুলের অন্তরা বন্দ্যোপাধ্যায়।

আইএসসি দ্বাদশের পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হওয়া কলকাতার ময়না গুপ্তা ফল প্রকাশের পর মুখোমুখি হয়েছিল টিভি৯ বাংলার। ময়না জানিয়েছেন, দেশের মধ্যে তিনি প্রথম হবে তা ভাবেননি। তবে এই ফলপ্রকাশের পর প্রচুর মানুষ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভবিষ্যতে সাইকোলজি নিয়ে পড়তে চান বলেও জানিয়েছেন ময়না।

Next Article