নয়া দিল্লি: ‘ইন্ডিয়া খেলো ফুটবল’ (IKF)-র তৃতীয় সংস্করণ এক ব্যাপক সাফল্যের সাক্ষী থাকল। মোট ১৫০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেওয়া হয়েছিল, যাঁরা গ্র্যান্ড ফিনালে’তে অংশ নেন। গত ৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের একেএ এরিনাতে আয়োজিত হয় গ্র্যান্ড ফিনালে। উঠতি প্রতিভাদের জায়গা করে দেওয়ার এই মঞ্চ এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আট মাসেরও বেশি সময় ধরে চলেছে বাছাই পর্ব। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১০ হাজারের বেশি উঠতি ফুটবলার ট্রায়ালে অংশ নিয়েছিলেন।
ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী মিলিয়ে মোট ৫০টি গ্রাম ও শহর মিলিয়ে এই ট্রায়াল আয়োজিত হয়। ২০০৬ সাল থেকে ২০১১ সালের মধ্যে জন্মানো তরুণ ও ২০০৭ সাল থেকে ২০১১ সালের মধ্য জন্মানো তরুণীরা বাছাই পর্বে অংশ নেন। পাঁচটি আলাদা আলাদা জ়োনে ভাগ করে চূড়ান্ত বাছাই করা হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও উত্তর-পূর্ব – এই পাঁচটি জ়োনে ভাগ করে চলেছে চূড়ান্ত বাছাই পর্ব।
দেশের সবথেকে বড় ফুটবল ট্রায়াল
উঠতি প্রতিভাদের খুঁজে আনতে ২০টিরও বেশি ফুটবল ক্লাব ও একাডেমি এক ছাতার তলায় এসেছে। উঠতি ফুটবলারদের নিজেদের প্রতিভা সবার সামনে তুলে ধরার জন্য এটি একটি অনবদ্য মঞ্চ। এখান থেকে উঠতি ফুটবলাররা সরাসরি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) কিংবা আই লিগের (I-League) মতো প্রথম সারির ফুটবল টুর্নামেন্টে খেলা ক্লাবগুলির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পান। এই উদ্যোগকে সফল করার জন্য ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর ৫০টিরও বেশি শহরে ও গ্রামে ছড়িয়ে রয়েছে বিশেষ স্কাউটিং নেটওয়ার্ক। যার মাধ্যমে উঠতি প্রতিভাদের সঙ্গে বড় বড় ক্লাব ও অ্যাকাডেমিগুলির একটি সেতুবন্ধন করা হয়।
‘ইন্ডিয়া খেলো ফুটবল’র তৃতীয় সংস্করণের ফাইনাল পর্ব আয়োজিত হয় ৪ ফেব্রুয়ারি। সেখানে বিভিন্ন ক্লাব ও অ্যাকেডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার সংশ্লিষ্ট ক্লাব ও একাডেমিগুলি নিজেদের বাছাই করা নামগুলি ‘ইন্ডিয়া খেলো ফুটবল’-এর কাছে জমা দেবে। সব ক্লাবের থেকে বাছাই করা নাম জমা পড়ার পর আইকেএফ-এর তরফে সংশ্লিষ্ট উঠতি ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ করা হবে।