Heat Wave: তাপপ্রবাহ থেকে মুক্তি! আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা মৌসম ভবনের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 22, 2023 | 9:55 PM

মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমে ও দক্ষিণ তামিলনাড়ু থেকে তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকায় দুটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বিহারের উত্তর-পূর্বাঞ্চল থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত আরও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

Heat Wave: তাপপ্রবাহ থেকে মুক্তি! আবহাওয়া নিয়ে স্বস্তির বার্তা মৌসম ভবনের
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: অবশেষে মিলল স্বস্তির বার্তা! তাপপ্রবাহ (Heat Wave) থেকে আপাতত মুক্তি। আগামী পাঁচদিন দেশের অধিকাংশ অংশে লু বইবে না বলে জানাল মৌসম ভবন (IMD)। ফলে আগামী সপ্তাহে প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেতে চলেছে দেশবাসী। ঘূর্ণিঝড় পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্যই আপাতত দাবদাহের দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মৌসম ভবন সূত্রে খবর, মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমে ও দক্ষিণ তামিলনাড়ু থেকে তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকায় দুটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বিহারের উত্তর-পূর্বাঞ্চল থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত আরও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে। তার ফলেই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার পারদ কমবে বলে আবহবিদরা জানিয়েছেন।

শনিবার দিল্লি ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা উঠেছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কোটায়। পশ্চিম হিমালয়ান অঞ্চল ছাড়া দেশের বিস্তীর্ণ অঞ্চলে এদিন গড় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম হিমালয়ান অঞ্চলে এদিনের তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে। তবে এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশায় তাপপ্রবাহ পরিস্থিতি গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম ছিল। আগামী ৫ দিন তাপপ্রবাহ থাকবে না বলেও আশার কথা শুনিয়েছে মৌসম ভবন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগঢ় সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল এবং তেলেঙ্গানায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, বিহার সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকের বিস্তীর্ণ এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Next Article