Delhi: টিউশনে বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য কিশোরের হাতের আঙুল কাটল বন্ধুরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 12, 2023 | 7:00 AM

Delhi: ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর। দিল্লির দ্বারকায় (দক্ষিণ)। সেখানে দ্বাদশ শ্রেণির কিশোরকে এমন ভয়াবহ নিগ্রহের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটার পর ওই কিশোর এতটাই ভীত ছিল যে বাড়িতেও সে এই বিষয়ে কিছু জানায়নি।

Delhi: টিউশনে বান্ধবীর সঙ্গে কথা বলার জন্য কিশোরের হাতের আঙুল কাটল বন্ধুরা
প্রতীকী ছবি
Image Credit source: Representational photo

Follow Us

দিল্লি: টিউশন ক্লাসে বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল কিশোরের। তা যদিও সহ্য করতে পারেনি বাকি পড়ুয়ারা। সেই আক্রোশ থেকে কিশোরের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লিতে।

ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর। দিল্লির দ্বারকায় (দক্ষিণ)। সেখানে দ্বাদশ শ্রেণির কিশোরকে এমন ভয়াবহ নিগ্রহের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটার পর ওই কিশোর এতটাই ভীত ছিল যে বাড়িতেও সে এই বিষয়ে কিছু জানায়নি। পরে তার পরিবারের লোকজন জানতে চাইলে সে বলে বাইকের চেনে হাতের আঙুল কেটেছে।

যদিও, ছেলের কথায় সন্দেহ ঠেকে তার মা-বাবার। তাঁরা গিয়ে থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে একই টিউশনে বান্ধবীর সঙ্গে কথা বলেছিল সে। সেই রাগ থেকেই সহপাঠীরা তাকে বাইরে ডাকে। তারপর পাথর দিয়ে মারধর করে। শুধু তাই নয়, তার হাতের আঙুল কেটে দেয়। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত।

Next Article