AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

In Depth on White Collar Terrorism: চিকিৎসকরাই যখন জঙ্গি! হোয়াইট কলার টেররিজমের বীজ কোথায় পোঁতা?

In Depth on Terrorism: গত ২৭ অক্টোবর শ্রীনগরে জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার দেখা যায়। তারপরই উত্তর প্রদেশের সাহারানপুর ও হরিয়ানার ফরিদাবাদে দুটি ভাড়াবাড়ি থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক, পিস্তল, বোমার টাইমার, ব্যাটারি উদ্ধার হয়। আর সেই ভাড়া বাড়ি দুটি একজন ডাক্তারের।

In Depth on White Collar Terrorism: চিকিৎসকরাই যখন জঙ্গি! হোয়াইট কলার টেররিজমের বীজ কোথায় পোঁতা?
ডাক্তাররা জঙ্গি হলেন কী করে? Image Credit: TV9 বাংলা
| Updated on: Nov 14, 2025 | 7:03 AM
Share

চিকিৎসকদের ‘ভগবান’ বলা হয়, কারণ তাদের হাতে নির্ভর করে জীবন-মৃত্যু। কারোর জীবনে যেখানে ‘ঈশ্বর’ হয়ে ওঠেন কোনও চিকিৎসক, সেখানেই ১২টি পরিবারের কাছে আজ চিকিৎসকই ‘শয়তান’! কারণ দিল্লিতে লালকেল্লার কাছে সোমবার, ১০ নভেম্বর ভয়াবহ বিস্ফোরণ হয়, তার পিছনে হাত ছিল চিকিৎসকদেরই। বিস্ফোরণের সময় গাড়িতে ছিলেন ডঃ উমর। বিস্ফোরক উদ্ধার হয় আরেক চিকিৎসক, মুজাম্মিলের ভাড়া নেওয়া বাড়ি থেকে। নাম উঠে এসেছে ডঃ শাহিন নামক আরেক মহিলা চিকিৎসকের, যিনি ভারতে জইশের (Jaish-e-Muhammad) মহিলা শাখার প্রধান। দিল্লির এই বিস্ফোরণ চোখ খুলে দিয়েছে গোয়েন্দাদের যে সন্ত্রাস শুধুমাত্র সমাজের নিম্নস্তরের বা গরিব যুবদের মগজ ধোলাই করেই চালানো হয় না, বরং অতি উচ্চ-শিক্ষিতরাও সন্ত্রাসে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত দিচ্ছেন। পেটে বিদ্যা-বুদ্ধি থাকার পরও কেন তারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছেন? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন