Assam Accord: কেন তৈরি হয়েছিল ‘অসম অ্যাকর্ড’, নাগরিকত্ব নিয়ে কোথায় সমস্যা?
Assam Accord: পরিস্থিতি চরমে পৌঁছয় ১৯৮০ সালের পর। ভোটার তালিকা থেকে 'বিদেশি'দের বাদ দিতে হবে, এই দাবি নিয়ে যখন অসম উত্তপ্ত, তারই মধ্যে ১৯৮৩ সালে নির্বাচন সম্পন্ন হয়। হিতেশ্বর সাইকিয়া মুখ্যমন্ত্রীও হন। এরপর আন্দোলন আরও চরম আকার নেয়।

শীর্ষ আদালতে মান্যতা পেল ভারতের নাগরিকত্ব আইনের ‘৬এ’ (6A) ধারা। অর্থাৎ মান্যতা পেল ‘অসম অ্যাকর্ড’ (Assam Accord) বা ‘অসম চুক্তি’। গণ আন্দোলনের জেরে হওয়া এই চুক্তি অসমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর যে সমস্যা শুরু হয় অসমে, তার জন্যই প্রায় ১৪ বছর পর স্বাক্ষরিত হয় ‘অসম অ্যাকর্ড’। সেই চুক্তিকে চ্যালেঞ্জ করে মামলা হলেও, শেষ পর্যন্ত সেই চুক্তিকেই মান্যতা দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। অসম চুক্তিতে বলা আছে, ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ যারা অসমে প্রবেশ করেছেন, তাঁদের নাগরিক হিসেবে মান্যতা দেওয়া হবে। সেই ধারাকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার...
