Sachin Pilot-Ashok Gehlot: ‘ভারতীয় বায়ুসেনার ত্যাগকে অপমান’, সচিন পাইলটের বাবার সম্মান রক্ষায় ‘লড়াকু’ গেহলট!

Rajasthan Assembly Election 2023: সচিন পাইলটের সঙ্গে এক মঞ্চে বসতে বা একসঙ্গে  শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে নারাজ ছিলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট, তিনিই এবার পাশে দাঁড়ালেন। স্বাধীনতা দিবসে বিজেপির তরফে সচিন পাইলটের বাবাকে নিয়ে যে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে সুর চড়ালেন গেহলট।

Sachin Pilot-Ashok Gehlot: 'ভারতীয় বায়ুসেনার ত্যাগকে অপমান', সচিন পাইলটের বাবার সম্মান রক্ষায় 'লড়াকু' গেহলট!
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 6:44 AM

জয়পুর: একজন মুখ্যমন্ত্রী, অপরজন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। নিজেদের মধ্যে বিরোধের জেরেই পদ ছেড়েছিলেন। নবীন বনাম প্রবীণের এই বিরোধের প্রভাব রাজ্য় রাজনীতির গণ্ডি পার করে জাতীয় রাজনীতিতেও পড়েছে। যে সচিন পাইলটের (Sachin Pilot) সঙ্গে এক মঞ্চে বসতে বা একসঙ্গে  শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে নারাজ ছিলেন রাজস্থানের মুখ্য়মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট (Ashok Gehlot), তিনিই এবার পাশে দাঁড়ালেন। স্বাধীনতা দিবসে বিজেপির তরফে সচিন পাইলটের বাবাকে নিয়ে যে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে সুর চড়ালেন গেহলট। চলতি বছরের শেষভাগেই রাজস্থানের বিধানসভা নির্বাচন। তার আগে অশোক গেহলট ও সচিন গেহলটের এই বন্ধুত্ব-ঘনিষ্ঠতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটে দাবি করেন, ১৯৬৬ সালের মার্চ মাসে ভারতীয় বায়ুসেনা মিজোরামের উপরে যে বোমা ফেলেছিল, সেই বিমানের পাইলট ছিলেন সচিন পাইলটের বাবা রাজেশ পাইলট ও সুরেশ কালমদি। এরপরই তাঁদের দুইজনকে কংগ্রেসের টিকিট দেওয়া হয় এবং তাঁরা সাংসদ হন। পরবর্তী সময়ে মন্ত্রী পদও পান।

এর পাল্টা জবাবে সচিন পাইলট তাঁর বাবার বায়ুসেনার সার্টিফিকেট পোস্ট করে লেখেন, “হ্যাঁ, আমার বাবা ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে বোমা বর্ষণ করেছিলেন, তবে তা পূর্ব পাকিস্তানে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। আপনার দাবি মতো ১৯৬৬ সালের ৫ মার্চ মিজোরামে নয়। ১৯৬৬ সালের ২৯ অক্টোবর উনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন!”

বুধবার সচিন পাইলটের সমর্থনে পোস্ট করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। বিজেপি ভারতীয় বায়ুসেনার ত্যাগকে অপমান করছে এই দাবি করে তিনি লেখেন, “কংগ্রেস নেতা রাজেশ পাইলট ভারতীয় বায়ুসেনার একজন বীর সাহসী পাইলট ছিলেন। ওনাকে অপমান করে বিজেপি ভারতীয় বায়ুসেনার ত্যাগকে অপমান করছে। গোটা দেশ এর নিন্দা করছে।

যেখানে সচিন পাইলটের থেকে সর্বদাই ১৮০ ডিগ্রি বিপরীতে অবস্থান নেন অশোক গেহলট, সেখানেই বিজেপির আক্রমণের জবাবে মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের পাশে দাঁড়ানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সৌজন্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।