দিল্লি: বর্তমানে তিহাড়েই দিন কাটছে ‘বীর’ অনুব্রত মণ্ডলের। তবে শরীরটা কয়েকদিন যাবত ভাল নেই তৃণমূল নেতার। অন্তত তেমনটাই দাবি করেছেন তাঁর আইনজীবী। সেই কারণে সোমবার তিহাড়েরই ডিসপেনসরিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। আগামী ৪৮ ঘণ্টা সেখানেই থাকবেন অনুব্রত। এরই মধ্যে আবার নতুন এক সমস্যার মুখোমুখি হয়ছেন ‘কেষ্ট’। তিহার জেলে আসার আগে আনতে ভুলে গিয়েছেন নিজের আধার কার্ড। আসানসোলেই তা ফেলে এসেছেন। আর এতেই বেকায়দায় পড়েছেন! নিজের আধার কার্ড না থাকায় ফোনে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। আইনজীবীকে এমনই অসুবিধার কথা জানালেন কেষ্ট।
কেন প্রয়োজন অনুব্রতর আধার কার্ড?
তিহাড় জেলের প্রত্যেক কয়েদিকে ৫ মিনিট ফোনে কথা বলতে দেওয়া হয়। নিজেদের জরুরি প্রয়োজন বা অসুস্থতার কথা তিনি জানাতে পারেন। তবে জেলের ফোন ব্যবহার করতে হলে আধার কার্ড সহ নিজের নাম রেজিস্ট্রার করতে হয়। আর এখানেই ফ্যাঁসাদে পড়েছেন কেষ্ট মণ্ডল। যেহেতু আসানসোলেই রয়ে গিয়েছে অনুব্রতর আধার কার্ড ফলস্বরূপ দরকারেও পরিবারেরও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। এমনটাই নিজের আইনজীবীকে জানিছেন।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের আধার কার্ড নিজের সঙ্গে না থাকার কারণে ফোনে কথা বলার জন্য নাম রেজিস্ট্রার করতে পারেননি তিনি। আগামা ৩ এপ্রিল রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে তাঁকে। এখনও অন্তত পক্ষে সাতদিন তাঁকে তিহাড় থাকতে হবে। তারপরই জামিনের আবেদন করতে পারবেন তিনি। এই অবস্থায় আধার কার্ড ছাড়া কীভাবে চলবে ‘বীর’ কেষ্টর। তাই এখন জল্পনা বাড়াচ্ছে।