নয়া দিল্লি: আয়কর ছাড়ের (Income Tax) ক্ষেত্রে গুরুত্ব্পূর্ণ ঘোষণা করল অর্থমন্ত্রক (Finance Ministry)। ১০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবারই এই ঘোষণা করেছে অর্থমন্ত্রক। যদি কোনও ব্যক্তি করোনার চিকিৎসার জন্য চাকরিদাতা, আত্মীয় বা অন্য কারও থেকে সাহায্য হিসেবে টাকা নিয়ে থাকেন, তাহলে সেই টাকা আয়করের আওতায় পড়বে না।
একইসঙ্গে, পরিবারে কারও করোনায় মৃত্যু হলে মৃত ব্যক্তির আত্মীয় যদিও কারও কাছ থেকে টাকা সাহায্য হিসেবে নিয়ে থাকেন, সে ক্ষেত্রেও আয়কর প্রযোজ্য নয়। ১০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। চলতি অর্থবর্ষ থেকেই দুটি নীতি প্রযোজ্য হতে চলেছে। পাশাপাশি আয়কর সংক্রান্ত অনেক ক্ষেত্রেই সময়ের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ২৫ পয়সার কয়েনের বিনিময়ে পেয়ে যান দেড় লাখ টাকা
অন্য দিকে, জুলাই মাস থেকে আয়করের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বদলে যাচ্ছে। এখনও আয়কর রিটার্ন জমা না দিয়ে থাকলে দ্বিগুণ হারে আয়কর দিতে হবে। ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন অর্থ আইন বিভিন্ন উৎস থেকে সঠিক আয়ের হিসেব পাওয়া নিশ্চিত করতে কর আদায়ের সুযোগকে আরও বাড়ানো হয়েছে। অর্থ আইন ২০২১ অনুসারে, যদি কোনও করদাতার উৎসমূলে কাটা কর বছরে ৫০ হাজার টাকার চেয়ে বেশি হয় ও গত ২ বছর তিনি টিডিএস না জমা দিয়ে থাকেন তবে ১ জুলাই থেকে আয়কর রিটার্ন জমা করার সময় তাঁকে বেশি হারে টিডিএস জমা করতে হবে। এই হার সর্বোচ্চ দ্বিগুণ পর্যন্ত হতে পারে।