Independence Day Celebration 2022 Live: রেড রোডে স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী

| Edited By: | Updated on: Aug 15, 2022 | 1:37 PM

Independence Day Parade 2022 Live Updates: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ১৩ অগস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও। আজ রাজ্য তথা দেশজুড়েই প্রভাতফেরী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন কর হবে।

Independence Day Celebration 2022 Live: রেড রোডে স্বাধীনতা দিবস পালন, জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী
রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

আজ ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস। ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালের ১৫ অগস্টই স্বাধীনতা অর্জন করেছিল দেশ।  স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা দেশেই পালিত হচ্ছে আজাদির অমৃত মহোৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ১৩ অগস্ট থেকে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচিও। আজ রাজ্য তথা দেশজুড়েই প্রভাতফেরী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন কর হবে। বাড়িতে বাড়িতে জতীয় পতাকা উত্তোলনের সঙ্গে ফেসবুক, ট্যুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় ঢেকেছে তিরঙ্গায়। আজ দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশে ভাষণও দেবেন তিনি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 15 Aug 2022 10:37 AM (IST)

    কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের ট্যাবলো প্রদর্শনী

    রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হল।

  • 15 Aug 2022 10:33 AM (IST)

    রেড রোডের কুচকাওয়াজে লক্ষ্মীর ভান্ডারের ট্যাবলো

    রেড রোডের কুচকাওয়াজে লক্ষ্মীর ভান্ডারের ট্যাবলো প্রদর্শন করা হল। যার কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  • 15 Aug 2022 10:28 AM (IST)

    রাজ্য সরকারের ট্যাবলো প্রদশর্নী

    রাজ্য সরকারের ট্যাবলো প্রদশর্নী। স্তোত্র পাঠ মুখ্যমন্ত্রীর।

  • 15 Aug 2022 10:25 AM (IST)

    উল্লেখ্যযোগ্য কাজের জন্য পুলিশ পদক

    পুলিশ পদক  পেলেন মনোজ মালব্য, আর রাজুশেখরন, প্রবীণ ত্রিপাঠী। উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি পেলেন অলোক রাজোরিয়া,  রশিদ মুনির খান, ডিআইজি, মুর্শিদাবাদ রেঞ্জ,  আভারু রবীন্দ্রনাথ, রাজেশ কুমার ডেপুটি সিপি, রূপেশ কুমার, আকাশ মাঘারিয়া ডেপুটি সিপি, জয়ীতা বসু ডেপুটি সিপি,  কামনাশিস সেন এসপি পূর্ব বর্ধমান।

  • 15 Aug 2022 10:23 AM (IST)

    সেফ ড্রাইভ, সেফ লাইফের বার্তা কলকাতা পুলিশের

  • 15 Aug 2022 10:20 AM (IST)

    পুলিশ আধিকারিকদের পদক প্রদান মুখ্যমন্ত্রী

    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে পুলিশ আধিকারিকদের পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।

  • 15 Aug 2022 10:17 AM (IST)

    পনেরশো স্কোয়ার মিটার পলিস্টার ফেব্রিক জাতীয় পতাকা নিয়ে বর্ধমান শহর পরিক্রমা

  • 15 Aug 2022 10:08 AM (IST)

    হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি

    রেড রোডে স্বাধীনতা দিবস পালন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ থেকে হেলিকপ্টারে করে করা হল পুষ্পবৃষ্টি

  • 15 Aug 2022 10:07 AM (IST)

    রেড রোডে বর্ণাঢ্য কুজকাওয়াজ

    পতাকা উত্তোলনে মুখ্যমন্ত্রী

    রেড রোডে স্বাধীনতা দিবস পালন। উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেওয়া হয়েছে গার্ড অব অনার। ইতিমধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • 15 Aug 2022 09:45 AM (IST)

    স্বাধীনতা সংগ্রামে শহিদ এই ৩ কিশোরের কথা জানেন?

    ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মেদিনীপুরের সবচেয়ে কনিষ্ঠতম শহিদ হিসেবে লেখা হয়েছিল পুরিমাধব প্রামাণিকের নাম। তিনি কল্যাণচক গৌর মোহন ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণিতে পাঠরত ছিলেন। কিন্তু তারপরও ইতিহাসে জায়গা হয়নি তাঁদের। আক্ষেপ পূর্ব মেদিনীপুরবাসীর।

    বিস্তারিত পড়ুন: Independence Day 2022: বয়স দেখে তৈরি হয় না দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামে শহিদ এই ৩ কিশোরের কথা জানেন?

  • 15 Aug 2022 09:03 AM (IST)

    পরিবারতন্ত্র ঘুচিয়ে ফেলা প্রয়োজন: প্রধানমন্ত্রী

    পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশ থেকে পরিবারতন্ত্র ঘুচিয়ে ফেলা প্রয়োজন। দেশে আর চাচা-ভাতিজাবাদ চলবে না।

  • 15 Aug 2022 09:00 AM (IST)

    দুর্নীতির বিরুদ্ধে আরও লড়ব: প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তিতে দুর্নীতি দমন নিয়ে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "দুর্নীতি করে রক্ষা পেয়ে যাবেন, এই ধারণা ভুল। দুর্নীতি করলে কেউ বাঁচতে পারবেন না। দুর্নীতির বিরুদ্ধে আরও লড়াই করতে হবে। দুর্নীতিকে ঘৃণা করলে, তবেই দুর্নীতি রোখা সম্ভব। দেশ থেকে যত টাকা লুঠ হয়েছে, তা ফেরানোর চেষ্টা করতে হবে। দুর্নীতিগ্রস্তদের করুণা দেখালে চলবে না,  তাদের প্রতি কঠোর মনোভাব দেখাতে হবে।"

  • 15 Aug 2022 08:35 AM (IST)

    ব্রিটিশ শাসকের নামে এখনও চলছে সরকারি দফতর

    দেশে তখন চলছে ব্রিটিশ শাসন। জেমস পেডি। এক অত্যাচারি শাসক। তৎকালীন ব্রিটিশ শাসনে তাঁর অত্যাচারের নমুনা ছিল অসংখ্য। অথচ তাঁরই নামে এখনও বর্তমান রয়েছে সরকারি দফতর। যার নাম পরিবর্তন করতে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হচ্ছেন মালদা জেলার একদল সচেতন মানুষ।

    বিস্তারিত পড়ুন: Independence Day 2022: ব্রিটিশ শাসকের নামে এখনও চলছে সরকারি দফতর, নাম পরিবর্তনের আর্জি মুখ্যমন্ত্রীকে

  • 15 Aug 2022 08:35 AM (IST)

    ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

    কৃষিকাজ থেকে শিল্প- দেশের প্রতিটি ক্ষেত্রেই হয়েছে ব্যাপক উন্নয়ন। ধীরে ধীরে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে দেশ। বর্তমানে বন্দে ভারত ট্রেন গোটা বিশ্বের কাছে আকর্ষণ। যুব প্রজন্মের জন্য নতুন নতুন সুযোগের তৈরি হচ্ছে। ভারতকে আর কারোর গোলামি করতে হবে না।

  • 15 Aug 2022 08:28 AM (IST)

    ভারতের শক্তি কারোর থেকে কম নয়

    উন্নতি ও অগ্রগতির পথে চলে দেশ আজ যে জায়গায় পৌঁছেছে, তা অ্নেক দেশের কাছে অনুপ্রেরণা। করোনাকালে যেভাবে দেশবাসী মিলিতভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন, তা নজির বিহীন। বর্তমানে ভারতের চিন্তাভাবনা বিশ্বকে প্রভাবিত করে। আজ আমাদের শক্তি কারোর থেকে কম নয়। এর জন্য নিজেদের উপরে গর্ব হওয়া উচিত।

  • 15 Aug 2022 08:23 AM (IST)

    অনেক সঙ্কটের মধ্যে দিয়েও এগিয়ে চলছে দেশ

    স্বাধীনতার পর নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে দেশ। তবুও সমস্ত সঙ্কট কাটিয়েই এগিয়ে চলেছে ভারত।

  • 15 Aug 2022 08:19 AM (IST)

    ডিজিটাল ইন্ডিয়ায় নতুন দিশা

    প্রধানমন্ত্রী বলেন, দেশের সেনাবাহিনী, চিকিৎসাক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। স্টার্টআপ শিল্পগুলির জন্য ডিজিটাল ইন্ডিয়া এক নতুন দিশা পেয়েছে।

  • 15 Aug 2022 08:15 AM (IST)

    যুবসমাজকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

    পঞ্চপ্রাণ সংকল্প পূরণের সময় এসে গিয়েছে। আগামী ২৫ বছরে ৫টি বড় সংকল্প পূরণ করতে হবে। এই কাজে সাহায্য করতে এগিয়ে আসতে হবে যুবসমাজকে।

  • 15 Aug 2022 08:13 AM (IST)

    দেশাত্মবোধক গান গেয়ে জেলে গিয়েছিলেন চারণ কবি

    গান গেয়ে দেশের মাহাত্ম প্রচার করতেন। এর জেরে কারাদণ্ডও হয়েছে দু’বার। কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে আসেননি তিনি। কথা হচ্ছে চারণ কবি নলিনীরঞ্জন হোতার। প্রচারের অন্তরালেই থেকে গিয়েছেন।

    বিস্তারিত পড়ুন: Independence Day 2022: দেশাত্মবোধক গান গাইতেন, জেলেও গিয়েছিলেন ২ বার, সেই বিপ্লবীই রয়ে গেলেন প্রচারের অন্তরালে

  • 15 Aug 2022 08:13 AM (IST)

  • 15 Aug 2022 08:11 AM (IST)

    আদিবাসী সম্প্রদায়ের কথা ভুলতে পারি না আমরা: প্রধানমন্ত্রী

    আমরা যখন স্বাধীনতা সংগ্রামের কথা বল্, তখন আদিবাসী সম্প্রদায়ের  কথা ভুলতে পারি না। ভগবান বীরসা মুন্ডা, সিধু-কানহু, আল্লুরি সীতারামা রাজু, গোবিন্দ গুরুর মতো এমন অসংখ্য নাম রয়েছে যারা স্বাধীনতা সংগ্রামের কন্ঠস্বর হয়ে উঠেছিলেন।

  • 15 Aug 2022 08:07 AM (IST)

    গান্ধী, নেহরু, সর্দার প্যাটেলজীকে প্রণাম

    দেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা লড়াই করেছেন, যারা দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন, যেমন ডঃ রাজেন্দ্র প্রসাদ, নেহরুজী, সর্দার প্যাটেল, শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়, লাল বাহাদুর শ্রাস্ত্রী, দীনদয়াল উপাধ্যায়, আর এম লোহিয়া, নানাজী দেশমুখ, সকলকে শ্রদ্ধা জানাই।

  • 15 Aug 2022 08:01 AM (IST)

    ২০১৪ সাল থেকে দেশবাসীরা আমাকে দায়িত্ব দিয়েছেন: প্রধানমন্ত্রী

    দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০১৪ সাল থেকে আমায় দায়িত্ব দিয়েছেন দেশবাসী। গোটা বিশ্ব বর্তমানে ভারতকে অন্য দৃষ্টিতে দেখে। যেকোনও সমস্যার সমাধানে ভারত কীভাবে লড়াই করছে, তার দিকে তাকিয়ে থাকে বিশ্ব। দেশবাসীর অনুপ্রেরণাতেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।

  • 15 Aug 2022 07:57 AM (IST)

    বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিতে গিয়েছে দেশ: প্রধানমন্ত্রী

    "ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জনের পর দেশের উন্নয়নের পথ খুব সুগম ছিল না। অনেক চড়াই-উতরৈইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে দেশকে। খাদ্য সঙ্কট, সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা করতে হয়েছে। সেখান থেকে আজ আমরা এই জায়গায় পৌঁছেছি।" লালকেল্লা থেকে বললেন প্রধানমন্ত্রী।

  • 15 Aug 2022 07:53 AM (IST)

    বীর বিপ্লবীদের স্বপ্নপূরণ করতেই হবে: প্রধানমন্ত্রী মোদী

    ব্রিটিশ শাসন থেকে দেশকে স্বাধীন করতে বিপ্লবীরা যে সংগ্রাম করেছিলেন, তার জন্য বিপ্লবীদের প্রণাম জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বহু সংগ্রামের পর স্বাধীনতা অর্জন করেছে দেশ। স্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবীদের আত্মবলিদান বিফলে যেতে দেওয়া যাবে না। আমাদের বীর বিল্পনবীদের স্বপ্নপূরণ করতেই হবে।"

  • 15 Aug 2022 07:49 AM (IST)

    আদিবাসী সমাজকে কুর্নিশ: প্রধানমন্ত্রী

    দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। তাঁর কঠোর পরিশ্রম ও সফলতার কথা উল্লেখ করে আদিবাসী সমাজকে কুর্নিশ জানান প্রধানমন্ত্রী।

  • 15 Aug 2022 07:44 AM (IST)

    জাতির উদ্দেশে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার পর জাতির উদ্দেশে বক্তব্য রাখতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্যের সূচনাতেই তিনি বলেন, "আমি সকল ভারতীয়কে শুভেচ্ছা জানাতে চাই, যারা ভারতকে ভালবাসেন। নতুন একটি দিকে এগিয়ে চলছি আমরা।"

  • 15 Aug 2022 07:34 AM (IST)

    আকাশ থেকে পুস্পবৃষ্টি বায়ুসেনার

  • 15 Aug 2022 07:33 AM (IST)

    জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী

    লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী।

  • 15 Aug 2022 07:29 AM (IST)

    সেজে উঠেছে লালকেল্লা

  • 15 Aug 2022 07:28 AM (IST)

    প্রধানমন্ত্রীকে দেওয়া হল গার্ড অব ওয়ার

    লালকেল্লায় শুরু হল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় প্রবেশ করতেই তাঁকে সম্মান জানাতে গার্ড অব ওনার দেওয়া হল।

  • 15 Aug 2022 07:26 AM (IST)

    লাদাখে স্বাধীনতা দিবস উদযাপন আইটিবিপি জওয়ানদের

    লাদাখে প্যাংগংয়ের পাড়ে জাতীয় পতাকা নিয়ে ফেরী করলেন আইটিবিপির জওয়ানরা।

  • 15 Aug 2022 07:24 AM (IST)

    লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী

    লালকেল্লায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট।

  • 15 Aug 2022 07:22 AM (IST)

    রাজঘাটে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামিল হওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন প্রধানমন্ত্রী।

  • 15 Aug 2022 07:13 AM (IST)

    রেড রোডে স্বাধীনতা দিবস পালন, পতাকা উত্তোলনে মুখ্যমন্ত্রী

    কলকাতা সহ রাজ্য জুড়ে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন। মূল অনুষ্ঠান হবে রেড রোডে। জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদর্শিত হবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো। পুরস্কৃত করা হবে পুলিশ কর্মীদের।

  • 15 Aug 2022 06:24 AM (IST)

    জাতীয় পতাকা উত্তোলন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

    মধ্যরাতে মহারাষ্ট্রের থানেতে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

  • 15 Aug 2022 06:20 AM (IST)

    কড়া নিরাপত্তা দিল্লি সীমান্তে

    স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দেশ। গাজিয়াবাদ ও নয়ডা সীমান্তে চলছে নাকা চেকিং।

  • 15 Aug 2022 06:17 AM (IST)

    স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন

Published On - Aug 15,2022 6:15 AM

Follow Us: