Guinness World Records: নারী স্বাস্থ্য সুরক্ষায় নজির, ৩টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ভারত
Women's Health: তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ভারত। দেশজুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই সুখবর ভাগ করে নিয়ে বলেন যে দেশ মহিলা কেন্দ্রিক স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে দেশের প্রতিশ্রুতিকেই তুলে ধরল।

নয়া দিল্লি: নারী স্বাস্থ্য সুরক্ষায় মাইলফলক ভারতোর। তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল ভারত। দেশজুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই সুখবর ভাগ করে নিয়ে বলেন যে দেশ মহিলা কেন্দ্রিক স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করতে দেশের প্রতিশ্রুতিকেই তুলে ধরল।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পোষণ মায়ের সহযোগিতায় দেশ জুড়ে মহিলা, কিশোরী ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উপরে বিশেষ জোর দিয়েই এক প্রচার অভিযানের আয়োজন করা হয়েছিল। সুস্থ ভারতের লক্ষ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি, পরিবারের ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে ১৯.৭ লাখ স্বাস্থ্য ক্য়াম্পের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পে ১১ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
A Record-Breaking Milestone for Women’s Health! 🇮🇳
India achieves three GUINNESS WORLD RECORDS™️ titles under the nationwide #SwasthNariSashaktParivarAbhiyaan, reaffirming our commitment to preventive and women-centric healthcare.
Held from 17th Sept to 2nd Oct 2025 in… pic.twitter.com/Z9xiaupD8P
— Jagat Prakash Nadda (@JPNadda) November 1, 2025
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় সেবা ও দেশকে অগ্রগণ্যতা দেওয়ার অনুপ্রেরণাই এই সাফল্যের নজির।
