নয়া দিল্লি: পানীয় জলের প্রয়োজনই হোক বা সামরিক সাহায্য, মলদ্বীপের দিকে বরাবরই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু ভারতের সেই উপকার মনে রাখেনি মলদ্বীপ। গায়ে উঠে পড়ে ঝগড়া করেছে। ফলে স্বাভাবিকভাবেই অবনতি হয়েছে দুই দেশের সম্পর্কে। কিন্তু এত কিছুর পরও ভারত ভোলেনি তার ধর্ম। সেই কারণেই মলদ্বীপের অনুরোধে ‘বড় ভাই’-র দায়িত্ব পালন করল ভারত। মলদ্বীপের অনুরোধেই অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল।
২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেই মলদ্বীপ সরকারের তরফে ভারতের কাছে অত্যাবশকীয় পণ্যে রফতানির নিষেধাজ্ঞা প্রত্য়াহারের অনুরোধ করা হয়। ভারত সেই অনুরোধ মেনেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। এবার ভারত থেকে মলদ্বীপে চাল, ডিম, আলু, পেঁয়াজ, আটা, চিনি ও ডাল রফতানি করবে। শুক্রবারই মালে-তে ভারতের হাই কমিশনের তরফে এই কথা বিবৃতি জারি করে জানানো হয়।
ভারতের সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডিজিএফটি-র তরফেও বিবৃতি জারি করে বলা হয়েছে, নতুন অর্থবর্ষে মলদ্বীপে চাল, ডাল, ডিম, পেঁয়াজের মতো অত্য়াবশ্যকীয় পণ্য রফতানি করা হবে। এর পাশাপাশি নুড়ি পাথর ও বালিও রফতানি করা হবে। এবার সবথেকে বেশি পরিমাণে অত্যাবশ্যকীয় পণ্য রফতানি করা হবে বলেও জানানো হয়েছে।