INDIA Alliance: জোটের জট কাটাতে শনিতে ইন্ডিয়া জোটের বৈঠক, নাও থাকতে পারে তৃণমূল

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 12, 2024 | 5:31 PM

Seat Sharing of INDIA: কয়েকটি রাজ্যে আসন ভাগাভাগির আলোচনা এগোলেও, অনেক রাজ্যেই জোট নিয়ে জট কাটছে না। এই পরিস্থিতিতে আবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। তবে এবার আর মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক হবে ইন্ডিয়া জোটের।

INDIA Alliance: জোটের জট কাটাতে শনিতে ইন্ডিয়া জোটের বৈঠক, নাও থাকতে পারে তৃণমূল
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এদিকে আসন সমঝোতা নিয়ে এখনও খাবি খাচ্ছে ইন্ডিয়া জোট (INDIA Alliance)। কয়েকটি রাজ্যে আসন ভাগাভাগির আলোচনা এগোলেও, অনেক রাজ্যেই জোট নিয়ে জট কাটছে না। এই পরিস্থিতিতে আবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। তবে এবার আর মুখোমুখি নয়, ভার্চুয়াল মাধ্যমেই বৈঠক হবে ইন্ডিয়া জোটের। আগামিকাল, ১৩ জানুয়ারি ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত থাকতে পারে তৃণমূল কংগ্রেস (TMC)।

লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করতেই একজোট হয়েছে ২৬টি বিরোধী দল। তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। লোকসভা নির্বাচন এগিয়ে আসলেও, জোটের জট কাটেনি। গত বছরই ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে। কিন্তু ওই তারিখের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনাও শুরু হয়নি। নতুন বছরে শুরু হয়েছে জোট নিয়ে আলোচনা।

এখনও অবধি বিহার, মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বিহারে ১৭টি করে আসনে লড়বে জেডিইউ ও আরজেডি। ৪টি আসনে লড়বে কংগ্রেস। বাকি ২টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বামেদের জন্য। মহারাষ্ট্রের ৪৮টি আসনের ভাগাভাগি হবে শিবসেনা (ইউবিটি), এনসিপি ও কংগ্রেস। উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হলেও, জট কাটছে না। দিল্লি ও পঞ্জাবেও আম আদমি পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস আলোচনা করলেও, বিশেষ লাভ হয়নি। আজ মুখোমুখি বৈঠকে বসেছে আপ, জেডিইউ ও সমাজবাদী পার্টি।

এই পরিস্থিতিতে এবার পুরো ইন্ডিয়া জোট বৈঠকে বসছে। তবে বিভিন্ন নেতাদের একজোট করার জন্য যে প্রস্তুতি নিতে হয়, তা যথেষ্ট সময় সাপেক্ষ হওয়ায় এবার ভার্চুয়াল বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। আগামিকাল, ১৩ জানুয়ারি ইন্ডিয়া জোটের বৈঠক হবে। কোন কোন দল এই বৈঠকে উপস্থিত থাকবে-সে সম্পর্কে এখনও জানা না গেলেও, তৃণমূল কংগ্রেসের এই জোটের বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।

Next Article