India-Pakistan: মোদী জমানার বড় সাফল্য! পাকিস্তানের জেল থেকে কতজন বন্দি ফিরেছে জানেন?

Soumya Saha |

Jan 02, 2024 | 8:45 AM

India-Pakistan: বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী,  ভারত সরকারের লাগাতার চেষ্টার ফলে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ২ হাজার ৬৩৯ জন ভারতীয় মৎস্যজীবী ও ৬৭ জন বেসামরিক বন্দিকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা গিয়েছে।

India-Pakistan: মোদী জমানার বড় সাফল্য! পাকিস্তানের জেল থেকে কতজন বন্দি ফিরেছে জানেন?
বড় সাফল্য মোদী সরকারের
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: ১৮৪ জন ভারতীয় মৎস্যজীবীকে অবিলম্বে ভারতে ফেরত পাঠানোর জন্য ইসলামাবাদকে কড়া বার্তা দিল দিল্লি। ওই ১৮৪ জন মৎস্যজীবী পাকিস্তানের জেলে বন্দি ছিলেন। তাঁদের সাজার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার তাঁদের অবিলম্বে ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। এর পাশাপাশি ১২ জন বেসামরিক বন্দি, যাঁরা ভারতীয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁদেরকেও অবিলম্বে কনস্যুলারের সঙ্গে যোগাযোগ করতে দিতে বলা হয়েছে।

উল্লেখ্য ২০০৮ সালের এক চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই ভারত ও পাকিস্তান উভয় দেশই অপর দেশের বেসামরিক বন্দি ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করে। সেই প্রেক্ষিতেই বিদেশমন্ত্রক থেকে এই বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে।

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী,  ভারত সরকারের লাগাতার চেষ্টার ফলে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ২ হাজার ৬৩৯ জন ভারতীয় মৎস্যজীবী ও ৬৭ জন বেসামরিক বন্দিকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনা গিয়েছে।

এদিকে ভারতেও ৮১ জন মৎস্যজীবী ও ৩৩৭ জন বেসামরিক বন্দিকে হেফাজতে রাখা হয়েছে, যারা হয় পাকিস্তানি কিংবা পাকিস্তানি বলে অনুমান করা হচ্ছে। সেই তালিকাও দিল্লি থেকে ইতিমধ্যেই ইসলামাবাদকে পাঠানো হয়েছে। একইভাবে পাকিস্তানও তালিকা পাঠিয়েছে, ১৮৪ জন মৎস্যজীবী ও ৪৭ জন বেসামরিক বন্দির, যারা ভারতীয় বা প্রাথমিকভাবে ভারতীয় বলে অনুমান করা হচ্ছে।

বিদেশমন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের হেফাজতে থাকা বেসামরিক বন্দি, নিখোজ ভারতীয় প্রতিরক্ষাকর্মী ও মৎস্যজীবীদের তাঁদের নৌকা-সহ দ্রুত এ দেশে ফেরত পাঠানোর জন্য বলেছে ভারত সরকার।

বিদেশমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ভারত সব সময় অন্য দেশের বন্দি ও মৎস্যজীবীদের সঙ্গে যুক্ত মানবিক বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করে থাকে। সেই কারণে ৬৫ জন বন্দি যাদের পাকিস্তানি বলে সন্দেহ করা হচ্ছে, তাদের সে দেশের নাগরিকত্ব নিশ্চিত করার জন্যও পাকিস্তানকে জানিয়েছে বিদেশমন্ত্রক। তাদের নাগরিকত্ব পাকিস্তান থেকে নিশ্চিত না হওয়ার কারণে, সে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগোনো যাচ্ছে না।

 

Next Article