কর্ণাটক: করোনার তৃতীয় ঢেউয়ে নাভিশ্বাস উঠেছে দেশবাসীর। আকাল ওষুধ-টিকার। পাওয়া যাচ্ছে না অক্সিজেনও। হাসপাতালে খালি নেই শয্যা। এমনকী, কোভিড সেন্টার গুলিতেও নেই পর্যাপ্ত বেড। এ বার, কোভিড রোগী শয্য়া না পেয়ে রাজ্য বিধান সৌধের সামনে বসেই প্রতিবাদে সরব হলেন রোগীর পরিবার। বৃহস্পতিবার, ব্যাঙ্গালোরের (Bangalore) এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ব্যাঙ্গালুরুর একটি পরিবারের এক মহিলা ও তাঁর মেয়ে করোনা (COVID19) আক্রান্ত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করতে তৎপর হয়ে ওঠেন পরিবার। বৃহস্পতিবার সারাদিন ধরে ব্যাঙ্গালোরের সমস্ত হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে চক্কর কেটেও কোথাও ভর্তি হতে পারেননি ওই দুই আক্রান্ত মহিলা। অ্যাম্বুলেন্স শেষে এসে থামে কর্ণাটকের বিধানসভা ভবন তথা বিধানসৌধের (Karnataka Assembly) সামনে। সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন রোগীর পরিবার। পুলিশ এসে বাধা দিলেও সেই বাধা ধোপে টেকেনি। বিক্ষোভ জারি রাখেন রোগীর পরিবার। ঘটনাস্থলে এসে উপস্থিত হন কংগ্রেস নেতা নলাপদ। রোগীর পরিবারের সঙ্গে বিক্ষোভে সামিল হন তিনিও।
প্রায় একঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছন কর্ণাটকের মুখ্য় সচিব রবি কুমার। ওই দুই করোনা রোগীকে ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কংগ্রেস নেতা নলাপদকে বিক্ষোভে সামিল হওয়া ও মদত দেওয়ার জন্য গ্রেফতার করে পুলিশ। রোগীর পরিবারের দাবি, ‘সরকারের চোখ খুলতেই’ এই বিক্ষোভ শুরু করেছিলেন তাঁরা।
উল্লেখ্য, দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের পর সংক্রমণের দিক থেকে চতুর্থ স্থানেই আছে কর্ণাটক। গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩৯৮০ জনের। এটিই এখনও অবধি দেশে সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি দেশে মোট ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন করোনা (COVID19) আক্রান্ত হয়েছেন। তবে এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮।
আরও পড়ুন: ৭০,০০০! এই দামেই বিক্রি হচ্ছে এক-একটি অক্সিজেন কনসেনট্রেটর! পুলিশের জালে ৪ চক্রী