তুমি যে ‘হোটেলে’ কে তা জানত! ভিডিয়ো ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের

tista roychowdhury |

Feb 10, 2021 | 9:18 PM

হোটেল চত্বরে ঘুরে বেড়াচ্ছেন বনের রানি, ভাইরাল ভিডিয়ো

তুমি যে ‘হোটেলে’ কে তা জানত! ভিডিয়ো ভাইরাল হতেই চোখ কপালে নেটিজেনদের
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিংহীর ছবি, ছবি সূত্র: এএনআই

Follow Us

গুজরাট: কোথাও তার হারিয়ে যাওয়ার নেই মানা! হোটেল চত্বরে অবাধে ঘুরে বেড়াচ্ছে এক সিংহী (Lion)। কোথা থেকে সিংহীটি এল, কীভাবেই বা এল তা নিয়ে রয়েছে বিস্তর ধোয়াশা। জুনাগড়ের একটি অভিজাত হোটেলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই এক টুকরো ছবি। ৪০ সেকেন্ডের সেই ছবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সিংহীটি (Lion) হোটেলের পার্কিং লটে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে সেটি ক্রমশ চলে যায় হোটেলের মূল ফটকে। হোটেলের গার্ড জানিয়েছেন, সিংহীটিকে (Lion) দেখতে পেয়েও প্রাণের ভয়ে বসে থাকেন নিজের ঘরে। দমবন্ধ করে তিনি দেখেন, সিংহীটি কিছু সময় পরেই গেট টপকে চলে যায় রাস্তায়।

আরও পড়ুন: চিতাবাঘ মায়ের সঙ্গে খেলায় মত্ত খুদে শাবক, ‘মিষ্টি মুহূর্ত’ দেখে মুগ্ধ নেট দুনিয়া

সিসিটিভির এই ফুটেজটি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন উদয়ন কাঞ্জি নামে এক ব্যক্তি। সেখান থেকেই ভাইরাল হয়ে যায় ফুটেজটি। কেউ কেউ মন্তব্য করেন, ‘প্রাতঃভ্রমণে বেরলেই এবার বন্য ও প্রকৃতির সমাহার উপভোগ করা যাবে। গুজরাটে এই তো স্বাভাবিক।’

 

 

Next Article