India’s Bunker-Buster: ‘ট্রাম্প’কার্ড মোদীর! আমেরিকার সবচেয়ে খতরনাক অস্ত্র ‘বাস্টার বাঙ্কার’ বোমা বানিয়ে ফেলছে ভারতও
India’s Bunker-Buster: আমেরিকার চেয়েও বিধ্বংসী 'বাঙ্কার বাস্টার' বোমা বানাচ্ছে ডিআরডিও। রেহাই পাবে না মাটির নিচে লুকানো শত্রুঘাঁটি। খরচ কম, কাজও হবে বেশি। দ্রুতই এই বোমা তৈরির কাজ শেষ করে ফেলবে ভারত। ভারতীয় বায়ুসেনা পাবে এই বোমা।

মাটির নিচে লুকানো ইরানের পরমাণু ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলার পরই তড়িঘড়ি ইজরায়েলের সঙ্গে সংঘৰ্ষবিরতিতে কার্যত বাধ্য হয় তেহরান। মার্কিন সেনার সবচেয়ে বিধ্বংসী ৩০ হাজার পাউন্ড বা ১৪,০০০ কিলোগ্রামের ‘জিবিইউ-৫৭’ বোমা মাটির ৬০ মিটার নিচে বা ২০০ ফুট গভীরে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় গহ্বর তৈরি করে দেয়। এতটাই সেই বোমার তেজ ও তীব্রতা। ওই হামলা থেকেই স্পষ্ট হয়ে যায়, ভবিষ্যতে মাটির গভীরে লুকানো শত্রুর ঘাঁটি ধ্বংস করতে না পারলে কোনও যুদ্ধে জেতা অসম্ভব। ভারতের ঘাড়েও নিঃশ্বাস ফেলছে দুই পুরনো শত্রু চিন ও পাকিস্তান। সেই সঙ্গে দ্রুত বদলাচ্ছে আন্তর্জাতিক সমীকরণও। আর তাই এবার ভারতও তাদের নিজস্ব ‘বাঙ্কার বাস্টার’ বোমা তৈরির গতি বাড়াল।...
