সুইজারল্যান্ড: বদলে যাবে ভারতীয় রেলের চেহারা! সুইস প্রযুক্তি ব্যবহার করা হতে ভারতীয় রেলে। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায় মিলল তেমনই ইঙ্গিত। সম্প্রতি ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের একটি সভা উপলক্ষে সুইজারল্যান্ডে গিয়েছেন রেল মন্ত্রী। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সুইস প্রযুক্তি ব্যবহারের জন্য সুইজারল্যান্ডের সঙ্গে হবে বিশেষ চুক্তিও।
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সুইস রেলওয়ের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে তাঁর। সুইস রেলের কন্ট্রোল রুমেও গিয়েছেন তিনি। বিশেষত সুইজারল্যান্ডের টানেলিং প্রযুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। বিশ্বের দীর্ঘতম টানেল গোটহার্ট রয়েছে সুইজারল্যান্ডে। ৫৭ কিলোমিটার দীর্ঘ এই টানেল। এছাড়া সুইজারল্যান্ডের ট্র্যাক টেকনোলজিরও প্রশংসা করেছেন তিনি।
এছাড়া রেলমন্ত্রী জানান, সুইজারল্যান্ডের পুরো রেল ব্যবস্থাটাই হাব অ্যান্ড স্পোক প্রযুক্তিতে তৈরি। যেমন জুরিখ হল একটি হাব স্টেশন। একগুচ্ছ ট্রেন একই সময়ে ওই স্টেশনে পৌঁছয়। ফলে যাত্রীদের এক ট্রেন থেকে আর এক ট্রেনে উঠতে সমস্যা হয় না।
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, ওই দেশে মোট ৬টি হাব স্টেশন আছে। ওই স্টেশনগুলিতে একসঙ্গে একাধিক ট্রেন পৌঁছয় ও ট্রেনগুলি ছাড়েও একসঙ্গে। এমনই আরও অনেক ভাল পদ্ধতি আছে সুইস রেলে। সেগুলি গ্রহণ করার জন্য মউ চুক্তি স্বাক্ষর হতে চলেছে। রেল মন্ত্রী আরও উল্লেখ করেছেন ট্রেনের সঙ্গে বাস, কেবল কারেরও সংযোগ রয়েছে সুইজারল্যান্ডে। এমনকী একটি টিকিটেই বিভিন্ন যানবাহনে ওঠা যায় ওই দেশে।