নয়া দিল্লি: ৪৪ থেকে ৩৮। বিশ্বব্যাঙ্কের (World Bank Rankings) লজিস্টিক পারফরমেন্স ইনডেক্সের ব়্যাঙ্কিং তালিকায় ৬ ধাপ উপরে উঠে এল ভারত। সাম্প্রতিককালে পরিকাঠামো শিল্প ও টেকনোলজি ক্ষেত্রে বড়সড় উন্নতি এবং আমদানি-রফতানি ক্ষেত্রে উন্নতির হাত ধরে ভারতের এই বড় লাফ বলে মনে করা হচ্ছে। খুশির হাওয়া বাণিজ্য মহলে। ১৩৯ দেশের মধ্যে এই তালিকায় ২০১৮ সালে ভারত ৪৪ নম্বরে ছিল। সেখান থেকে ৬ ধাপ এগিয়ে ভারত এখন ৩৮ নম্বরে। ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য এই সাফল্য দেশীয় অর্থনীতির শ্রীবৃদ্ধিতে নতুন করে অক্সিজেন জোগাবে বলে মনে করেছে ওয়াকিবহাল মহল।
আন্তর্জাতিক চালান বা শিপমেন্টের পরিপ্রেক্ষিতে, ভারতের র্যাঙ্কিং উল্লেখযোগ্যভাবে ভাল জায়গায় এসেছে বলে দেখা যাচ্ছে বিশ্বব্যাঙ্কের এই তালিকায়। ২০১৮ সালে যা ছিল ৪৪, তা ২০২৩ সালে ২২ উঠে এসেছে। ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের ক্ষেত্রেও ভারত আগের থেকে তিন ধাপ উপরে উঠে বর্তমানে ৩৮ নম্বরে দাঁড়িয়েছে। টাইমলাইনের পরিপ্রেক্ষিতেও ভারত ১৭ ধাপ উপরে উঠে এসেছে। লজিস্টিকের গুণগত মান ও সক্ষমতার বিচারে আগের থেকে চার ধাপ এগিয়ে ভারত বর্তমানে ৪৮ নম্বরে রয়েছে।
লজিস্টিক পারফরমেন্স ইনডেক্স ২০২৩-এ ভারতের র্যাঙ্কিংয়ের উন্নতি দেশের লজিস্টিক সেক্টরের জন্য একটি ইতিবাচক লক্ষণ বলেই মনে করা হচ্ছে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে এই লজিস্টিক সেক্টর বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে খামতি যে এখনও নেই এমনটা নয়। বিশ্বব্যাঙ্কের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে বেশিরভাগ সময় শিপিংয়ে ব্যয় করা সত্ত্বেও সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং মাল্টিমোডাল সুবিধাগুলিতে সবচেয়ে বেশি দেরি হয়। এই ক্ষেত্রগুলিতে আরও উন্নতি করতে পারলে ব়্যাঙ্কিংয়ের তালিকাতেও ভারত আরও ভাল জায়গায় যাবে বলে মনে করা হচ্ছে।