নয়াদিল্লি: জন্মদিনের অনুষ্ঠানে বচসার জেরে ছুরিকাঘাতে মারা গেলেন বছর ২৫-এর এক যুবক রিঙ্কু শর্মা। গত বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির নিকটস্থ মঙ্গলপুরি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে হওয়া রাজনৈতিক তরজায় অবশেষে যবনিকা পতন দিল্লি পুলিশের (Delhi Police)।
পুলিশ সূত্রে খবর, বুধবার, মঙ্গলপুরিতে এক জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মৃত রিঙ্কু শর্মা। সেখানে পার্টির পর বন্ধুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি যুব মোর্চার কর্মী রিঙ্কু। বচসার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তখনই রিঙ্কুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন তাঁর চার বন্ধু।
আরও পড়ুন: লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধুর পর গ্রেফতার অন্যতম ‘চক্রী’ ইকবাল সিং
থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।ঘটনার জেরে রিঙ্কুর ওই চার বন্ধু জাহিদ, মেহতাব, দানিশ, ইসলামকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police)।
রিঙ্কুর মৃত্যুকে কেন্দ্র করে জোরালো হয়েছে রাজনৈতিক তরজা। বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগ, রিঙ্কু বিজেপি কর্মী ছিলেন। রাম মন্দির নির্মাণের চাঁদা চাইতে গিয়ে বিধর্মীদের হাতে খুন হন রিঙ্কু। আর বিশ্ব হিন্দু পরিষদের এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে আলোচনা-সমালোচনায়।
শুক্রবার সকালে, দিল্লি পুলিশের তরফ থেকে সরাসরি জানানো হয়, রিঙ্কুর মৃত্যুতে কোনও ধর্মীয় বা রাজনৈতিক যোগসূত্র নেই। জন্মদিনের পার্টিতে বচসার জেরেই এই রিঙ্কুর মৃত্যু হয়।
On 10.2.21 eve,a scuffle ensued during a birthday party in the area of Mangolpuri,following which Victim Rinku Sharma got injured in stabbing, who later succumbed to injury during treatment.A case under relevant sections was registered & all 04 accused were arrested@DelhiPolice
— @DCPOUTERDELHI (@dcpouter) February 12, 2021
All persons are known to each other and live in the same locality. Any other motive alluded to this incident is factually wrong. @LtGovDelhi @CPDelhi @DelhiPolice @ssyips
— @DCPOUTERDELHI (@dcpouter) February 12, 2021
দিল্লি পুলিশ সূত্রে খবর, রিঙ্কুর সঙ্গে আগেও একবার বচসায় জড়িয়েছিল জাহিদ মেহতাবরা। সুযোগ পেলে রিঙ্কুকে দেখে নেবে এমন হুমকিও দিয়েছিল। বুধবারের পার্টিতে রিঙ্কুকে ছুরি মারার পেছনে পূর্ব শত্রুতাই কারণ বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। এই মর্মে গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইটও করা হয়েছে দিল্লি পুলিশের (Delhi Police) তরফে।