COVID-19 Updates: সপ্তাহ শেষেও স্বস্তি নেই সংক্রমণ থেকে, একদিনেই দেশে করোনা আক্রান্ত ১০,৭৫৩

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 15, 2023 | 11:29 AM

COVID-19 Updates: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন। একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭ জনের।

COVID-19 Updates: সপ্তাহ শেষেও স্বস্তি নেই সংক্রমণ থেকে, একদিনেই দেশে করোনা আক্রান্ত ১০,৭৫৩
দেশে ফের বাড়ছে সংক্রমণ।

Follow Us

নয়া দিল্লি: ক্রমশ উদ্বেগ বাড়িয়ে চলেছে করোনা সংক্রমণ। দেশে ফের একবার ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৫৩ জন। একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭ জনের। এই নিয়ে বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্য়া ৫৩ হাজার ৭২০-তে বেড়ে দাঁড়াল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার নতুন রূপ এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টের কারণে দেশে ফের একবার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫৩ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম। শুক্রবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ১০৯, যা বিগত সাত মাসে সর্বোচ্চ সংক্রমণ ছিল।

করোনা আক্রান্তের পাশাপাশি দেশে বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে মোট ২৭ জনের মৃত্য়ু হয়েছে। শুক্রবার দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ২৯। একদিনেই ২৭ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৯১-এ পৌঁছেছে।

আক্রান্তের সংখ্যা বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হারও। স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ৬.৭৮ শতাংশে পৌঁছেছে, সাপ্তাহিক সংক্রমণের হার বেড়ে দাড়িয়েছে ৪.৪৯ শতাংশে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে দেশে করোনায় সুস্থতার হার। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

 

Next Article