COVID-19 Update: টানা ৪ দিন ধরে ১০ হাজারের বেশি দৈনিক করোনা আক্রান্ত, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 16, 2023 | 11:13 AM

COVID-19 Update: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯ জন। যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম।

COVID-19 Update: টানা ৪ দিন ধরে ১০ হাজারের বেশি দৈনিক করোনা আক্রান্ত, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার
বাড়ছে করোনা সংক্রমণ। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: কিছুতেই স্বস্তি দিচ্ছে না করোনা(COVID-19)। ১০ হাজারের গণ্ডিতেই আটকে রইল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৯ জন। যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম। শনিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৫৩ জন। আক্রান্তের সংখ্যার পাশাপাশি করোনায় মৃতের সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (COVID Death) হয়েছে ১৯ জনের। বর্তমানে দেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৪২-এ।

সপ্তাহ শেষেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডিতেই রয়েছে। এই নিয়ে টানা চারদিন ধরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপরে রইল। তবে গতকালের তুলনায় ৬ শতাংশ কমেছে আক্রান্তের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যার ০.১৩ শতাংশ সক্রিয় রোগীর সংখ্যা।

তবে কিছুটা স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬২৪৮ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ।

চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তার পিছনে করোনার নতুন রূপ এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টই দায়ী। অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। আগামী ১০-১২ দিনে এই সংক্রমণের হার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Next Article