India’s Daily COVID-19 Update: সংক্রমণ সামান্য বাড়লেও ৩ লাখের নীচেই রইল দৈনিক আক্রান্তের সংখ্যা, চিন্তা মৃত্যুহার নিয়ে

India's Daily COVID-19 Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের।

India's Daily COVID-19 Update: সংক্রমণ সামান্য বাড়লেও ৩ লাখের নীচেই রইল দৈনিক আক্রান্তের সংখ্যা, চিন্তা মৃত্যুহার নিয়ে
ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 26, 2022 | 12:54 PM

নয়া দিল্লি: দেশে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, যা গতকালের তুলনায় ১১ শতাংশ বেশি। দেশে বর্তমানে সংক্রমণের হার (Positivity Rate) ১৬.১৬ শতাংশ।

একদিনেই বাড়ল ১১.৭ শতাংশ সংক্রমণ:

দৈনিক সংক্রমণ এখনও তিন লাখের নীচে থাকলেও গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। অর্থাৎ একদিনেই ১১.৭ শতাংশ বেড়েছে সংক্রমণ। অন্যদিকে, সংক্রমণের হার, যা ভাইরাসের বিস্তারের ইঙ্গিত দেয়, তাও ১৫.৫২ শতাংশ থেকে বেড়ে ১৬.১৬ শতাংশে দাঁড়িয়েছে। সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৩৩ শতাংশে পৌঁছেছে।

চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা:

সংক্রমণের হার নয়, বরং দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুহারই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬১৪। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯১ হাজার১২৭-এ।

কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা:

দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৩ হাজার ১৮। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যায় ১৩ হাজার ৮২৪ হ্রাস হয়েছে। দেশের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে ৫.৫৫ শতাংশই সক্রিয় রোগী।  অন্যদিকে, দেশে সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার মানুষ। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৩ লক্ষ মানুষ।

রাজ্যের সংক্রমণ:

নিম্নমুখী রাজ্যের করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৯৪ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। অন্যদিকে, একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৮ হাজার ৮২৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৪.৯১ শতাংশ। ক্রমশ নামছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার ৭.১২ শতাংশে পৌঁছেছে।

টিকাকরণের মাইলফলক:

বর্তমানে দেশে করোনা টিকা ১৬৩ কোটি ৫৮ লক্ষের গণ্ডি পার করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ লাখেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। নতুন বছর থেকে প্রিকশন ডোজ় হিসাবে করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অবধি ৯৪ লক্ষেরও বেশি প্রিকশন ডোজ় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: White House greets India on Republic Day: ‘আরও শক্তিশালী হবে ভারত-আমেরিকার সম্পর্ক’, প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানাল হোয়াইট হাউস