India’s Daily COVID-19 Update: দ্রুত কমছে সংক্রমণ! এক ধাক্কায় লাখের দোরগোড়ায় নেমে এল আক্রান্তের সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 06, 2022 | 11:22 AM

India's Daily COVID-19 Update: গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন করোনা আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন। অন্যদিকে, দেশে আরও কিছুটা কমল সংক্রমণের হারও। বর্তমানে দেশে সংক্রমণের হার ৭.৪২ শতাংশ।

Follow Us

নয়া দিল্লি: এক ধাক্কায় যেভাবে বাড়তে শুরু করেছিল দেশের করোনা সংক্রমণ (COVID-19), ঠিক সেইভাবেই কমতেও শুরু করেছে দৈনিক সংক্রমণ। দেশে এক ধাক্কায় ফের অনেকটা কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ১৬ শতাংশ কম। অন্যদিকে, দেশে একদিনেই মৃত্যু (COVID Death) হয়েছে ৮৬৫ জনের।

 ৭ শতাংশে নেমে এল সংক্রমণের হার:

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন করোনা আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন। অন্যদিকে, দেশে আরও কিছুটা কমল সংক্রমণের হারও। বর্তমানে দেশে সংক্রমণের হার ৭.৪২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার এখনও ১০ শতাংশের বেশিই রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪ লক্ষ ৬১ হাজার ১৪৮-এ। দেশে সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ।

দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৫ হাজার ১১-এ। দেশের মোট আক্রান্তের ২.৯০ শতাংশ সক্রিয় রোগী।

হাজারের নীচে নামল মৃত্যুর সংখ্যা:

দেশে বিগত কয়েকদিন ধরেই সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়ছিল মৃত্যু হার নিয়ে। তবে বিগত একদিনে কিছুটা হলেও কমেছে মৃত্যু হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। শুক্রবারই দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষের গণ্ডি পার করেছে।

করোনা টিকাকরণের পরিসংখ্যান:

দেশে দ্রুতগতিতে এগোচ্ছে করোনা টিকাকরণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অবধি দেশে মোট ১৬৯ কোটি টিকা দেওয়া হয়েছে। শুক্রবারই দেশে ৪২ লক্ষের বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রেও ৬৫ শতাংশেরও বেশি ইতিমধ্যেই করোনা টিকা পেয়েছেন।

রাজ্যভিত্তিক সংক্রমণের ওঠানামা:

করোনার গত দুটি ঢেউয়ে বিপর্যস্ত হলেও, ধীরে ধীরে মহারাষ্ট্রে কমতে শুরু করেছেন করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৪ জন। নতুন করে কোনও ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলেনি বলেই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

অন্যদিকে, দিল্লিতে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন। একদিনে রাজধানীতে মৃত্যু হয়েছে ১৭ জনের। রাজ্যে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশে।

তবে কেরলে এখনও করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণী রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৮৪ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

নয়া দিল্লি: এক ধাক্কায় যেভাবে বাড়তে শুরু করেছিল দেশের করোনা সংক্রমণ (COVID-19), ঠিক সেইভাবেই কমতেও শুরু করেছে দৈনিক সংক্রমণ। দেশে এক ধাক্কায় ফের অনেকটা কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন, যা গতকালের আক্রান্তের সংখ্যার তুলনায় ১৬ শতাংশ কম। অন্যদিকে, দেশে একদিনেই মৃত্যু (COVID Death) হয়েছে ৮৬৫ জনের।

 ৭ শতাংশে নেমে এল সংক্রমণের হার:

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন করোনা আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন। অন্যদিকে, দেশে আরও কিছুটা কমল সংক্রমণের হারও। বর্তমানে দেশে সংক্রমণের হার ৭.৪২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার এখনও ১০ শতাংশের বেশিই রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪ লক্ষ ৬১ হাজার ১৪৮-এ। দেশে সুস্থতার হার ৯৫.৯১ শতাংশ।

দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ধীরে ধীরে কমছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৫ হাজার ১১-এ। দেশের মোট আক্রান্তের ২.৯০ শতাংশ সক্রিয় রোগী।

হাজারের নীচে নামল মৃত্যুর সংখ্যা:

দেশে বিগত কয়েকদিন ধরেই সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়ছিল মৃত্যু হার নিয়ে। তবে বিগত একদিনে কিছুটা হলেও কমেছে মৃত্যু হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৬৫ জনের। শুক্রবারই দেশে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষের গণ্ডি পার করেছে।

করোনা টিকাকরণের পরিসংখ্যান:

দেশে দ্রুতগতিতে এগোচ্ছে করোনা টিকাকরণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অবধি দেশে মোট ১৬৯ কোটি টিকা দেওয়া হয়েছে। শুক্রবারই দেশে ৪২ লক্ষের বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ক্ষেত্রেও ৬৫ শতাংশেরও বেশি ইতিমধ্যেই করোনা টিকা পেয়েছেন।

রাজ্যভিত্তিক সংক্রমণের ওঠানামা:

করোনার গত দুটি ঢেউয়ে বিপর্যস্ত হলেও, ধীরে ধীরে মহারাষ্ট্রে কমতে শুরু করেছেন করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯৪ জন। নতুন করে কোনও ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলেনি বলেই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

অন্যদিকে, দিল্লিতে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৪ জন। একদিনে রাজধানীতে মৃত্যু হয়েছে ১৭ জনের। রাজ্যে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশে।

তবে কেরলে এখনও করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ রয়েই গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণী রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৮৪ জন, মৃত্যু হয়েছে ২৮ জনের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article