নয়া দিল্লি: ভারত-আমেরিকার বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। জি-২০ সামিটে (G-20 Summit) যোগ দিতে আজ, শুক্রবার সন্ধ্যায় ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। সামিট শুরুর আগে এদিন রাতেই বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে বড় ঘোষণা করল নয়া দিল্লি। ভারতে ব্যবসা করতে থাকা মার্কিন পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। এক-দুটি নয়, হাফ ডজনের বেশি মার্কিন পণ্যের (US Product) উপর থেকে অতিরিক্ত শুল্ক (Additional duties) প্রত্যাহার করা হচ্ছে। যার মধ্যে ছোলা, আপেল, কাঠবাদামের মতো খাদ্যসামগ্রী রয়েছে।
২০১৯ সালে ২৮টি মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক জারি করেছিল ভারত সরকার। তার মধ্যেই এবার হাফ ডজনের বেশি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রক। গত ৫ সেপ্টেম্বরই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অর্থমন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছোলা, মুসুর ডাল, আপেল, কাঠবাদাম, আখরোট-সহ অন্যান্য ড্রাই ফ্রুটের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হবে। যদিও হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট করেনি অর্থমন্ত্রক।
প্রসঙ্গত, এদিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নয়া দিল্লিতে পা রাখবেন। জি-২০ সামিটে যোগ দেওয়ার আগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেটিকে সামনে রেখেই মার্কিন পণ্যের উপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও গত জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় ৬টি WTO (বিশ্ব বাণিজ্য সংস্থা) সংক্রান্ত ইস্যু এবং মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক প্রত্যাহারের বিষয়টি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর। সেই চুক্তি অনুসারে ছোলার উপর থেকে ১০ শতাংশ, মুসুর ডালের উপর থেকে ২০ শতাংশ, কাঠবাদামের উপর থেকে কেজি প্রতি ৭ টাকা থেকে ২০ টাকা, আখরোটের উপর থেকে ২০ শতাংশ, আপেলের উপর থেকে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত জুলাইয়ে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল রাজ্যসভায় একটি লিখিত জবাবে বলেছিলেন যে, সরকার বাদাম (তাজা বা শুকনো, খোসায়), আখরোট, ছোলা, মুসুর ডাল আমদানির উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।