COVID-19 Update: ৭ হাজারের গণ্ডিতেই থাকল দৈনিক সংক্রমণ, একদিনেই মৃত্যু ৪০ জনের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 29, 2023 | 11:17 AM

COVID-19 in India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও, চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য় অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪০ জনের।

COVID-19 Update: ৭ হাজারের গণ্ডিতেই থাকল দৈনিক সংক্রমণ, একদিনেই মৃত্যু ৪০ জনের
ফের সামান্য় কমল করোনা সংক্রমণ।

Follow Us

নয়া দিল্লি: ফের সামান্য স্বস্তি দৈনিক করোনা সংক্রমণে (COVID-19)। শনিবারও দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজারের গণ্ডিতে রইল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭১ জন, যা গতকালের মোট আক্রান্তের সংখ্যার তুলনায় সামান্য কম। আক্রান্তের সংখ্যা কমায় দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যাও (Active Cases) বেশ কিছুটা কমেছে। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫১ হাজার ৩১৪।

বিগত কয়েক দিন ধরেই দেশে ধীরে ধীরে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল, শুক্রবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৫৩৩। এদিন তা সামান্য কমে ৭১৭১-এ পৌঁছয়।  এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষে পৌঁছেছে।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও, চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য় অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪০ জনের। যদিও এর মধ্যে কেরলে ১৫টি পুরনো মৃত্যুর তথ্য যোগ করা হয়েছে। একদিনেই ৪০ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ৫০৮-এ বেড়ে দাঁড়িয়েছে।

বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫১ হাজার ৩১৪। দেশের মোট আক্রান্তের ০.১১ শতাংশ সক্রিয় রোগী। অন্যদিকে, দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। করোনায় মৃত্যুহার ১.১৮ শতাংশ।

যে রাজ্যগুলিতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে, তার মধ্যে অন্য়তম হল দিল্লি। বিগত এক সপ্তাহে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের।

Next Article