COVID-19 Cases in India: রাজ্যে ফের ১০০ পার আক্রান্তের সংখ্যা, দেশে বাড়ছে সংক্রমণের হারও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 13, 2022 | 12:58 PM

COVID-19 Cases in India: স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৯৫-এ। গত ২৪ ঘণ্টাতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪৮২ বেড়েছে।

COVID-19 Cases in India: রাজ্যে ফের ১০০ পার আক্রান্তের সংখ্যা, দেশে বাড়ছে সংক্রমণের হারও
ক্রমশ ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: টানা তিন দিন ধরে ৮ হাজারের উপরেই রইল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন। একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১০ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩২ লক্ষ ৩০ হাজার ১০১-এ।

বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই দেশে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। বিগত তিন দিন ধরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজারের উপরে রয়েছে। শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমে ৮ হাজার ৮৪-তে কমে দাঁড়িয়েছে। একদিনেই করোনা সংক্রমণে ১০ জনের মৃত্যু হওয়ায় দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৭১-এ বেড়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯৯৫-এ। গত ২৪ ঘণ্টাতেই দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪৮২ বেড়েছে। দেশের মোট আক্রান্তের ০.১১ শতাংশ সক্রিয় রোগী। অন্যদিকে, দেশে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৪৫৯২ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৫৭ হাজার ৩৩৫ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ৩.২৪ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ২.২১ শতাংশ।

রাজ্যের সংক্রমণ-

রাজ্যেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৩ জন। তবে রাজ্যে করোনায় কারোর মৃত্যু হয়নি। অন্যদিকে, একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ জন। রাজ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ৭১৩ জন।

চিন্তা বাড়ছে মহারাষ্ট্র নিয়ে-

রাজ্যভিত্তিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রই শীর্ষ স্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৯২২জন। এরমধ্যে কেবল মুম্বই থেকেই করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪৫। অর্থাৎ রাজ্যের মোট সংক্রমণের ৫৯ শতাংশই মুম্বই থেকে খোঁজ মিলছে। দেশের সংক্রমণের এক পঞ্চমাংশই মুম্বইয়ের আক্রান্ত রোগী।

Next Article