নয়া দিল্লি: কেনিয়াতে দুই ভারতীয় নাগরিকের অপহরণ নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। এই ঘটনায় কেনিয়ার প্রেসিডেন্টের কাছে তদন্তের আবেদনও জানানো হয়েছে ভারতের তরফে। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, দুই ভারতীয় নাগরিক মহম্মদ জ়েইদ সামি কিদওয়াই ও জ়ুলফিকার আহমেদ খানের অপহরণ নিয়ে বিশেষ পরিস্থিতির সৃষ্টি এবং সেই বিষয়ে কোনও পর্যাপ্ত তথ্য না থাকা ‘খুব উদ্বেগজনক’। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশার কথাও সেই বিবৃতিতে ব্যক্ত করা হয়েছে।
সোমবার গভীর রাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘দুই নিখোঁজ ভারতীয় নাগরিকের বিষয়ে জানার জন্য আমরা কেনিয়ার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি।’ তাঁর আরও সংযোজন, ‘নাইরোবিতে আমাদের হাই কমিশনার নামগিয়া খাম্পা আজ প্রেসিডেন্ট এইচ.ই.এমআর. উইলিয়াম সামোই রুটোর সঙ্গে কথা বলেছেন। তিনি এই বিষয়ে আমাদের গভীর উদ্বেগের কথা তাঁকে জানিয়েছেন এবং এই ঘটনায় বিস্তারিত তদন্তের আবেদনও করেছেন।’
তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, কেনিয়ার প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ ব্যক্তি গত সপ্তাহে দাবি করেছিলেন, ডিসিআই (Directorate of Criminal Investigations) ইউনিট সেই দুই নিখোঁজ ভারতীয় নাগরিককে মেরে দিয়েছে। তবে এই বিষয়ে কেনিয়ার সরকার কোনও মন্তব্য করেনি এখনও পর্যন্ত। প্রসঙ্গত, কেনিয়া কোয়ানজ়ার (Kenya Kwanza)-র ডিজিটাল অভিযানের অংশ ছিলেন কিদওয়াই ও খান। গত জুলাই মাসে তাঁদের ট্যাক্সি চালক নিকোডেমাস মানিয়া-সহ তাঁরা নিখোঁজ হয়েছিলেন। অরিন্দম বাগচী জানিয়েছেন, কেনিয়াতে ভারতের হাই কমিশন ওই দুই ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ রেখেছে। তিনি আরও বলেছেন, ‘কেনিয়া পুলিশের ইন্টার্নাল অ্যাফেয়ার্স ইউনিট এই ঘটনার তদন্ত করছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানতে পেরেছি।’