কলম্বো: আর্থিক সঙ্কটে দীর্ণ শ্রীলঙ্কা। দেশের অবস্থা নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে দ্বীপরাষ্ট্রে। অর্থনৈতিক সঙ্কট থেকে রাজনৈতিক সঙ্কটেরও মুখোমুখি শ্রীলঙ্কা। ইতিমধ্যেই সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে এবং রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতেই শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত। শ্রীলঙ্কাকে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, শ্রীলঙ্কার পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। সে দেশের বাসিন্দাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন বিদেশমন্ত্রী।
শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। সেখানকার পরিস্থিতি উন্নতির ব্যাপারেও খেয়াল রাখা হচ্ছে। তবে এখনও অবধি কোনও শরণার্থী সমস্যা নেই।” শ্রীলঙ্কাকে সাহায্যের ব্যাপারে তিনি বলেছেন, “আমরা শ্রীলঙ্কাকে সাহায্যের চেষ্টা করছি। শ্রীলঙ্কাবাসী সমস্যার সমাধানের চেষ্টা করছে। আমরা তা দেখছি। প্রতিবেশী রাষ্ট্রের কঠিন সময়ে আমরা তাঁদের পাশে রয়েছি।”
রবিবার শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বুঝে নিতে চাইছেন।“ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলছেন, ‘‘শ্রীলঙ্কা এবং তার নাগরিকরা যে পরিমাণ চ্যালেঞ্জের মুখে রয়েছেন, তা আমরা জানি। এই কঠিন সময় কাটিয়ে ওঠার যে চেষ্টা তাঁরা করছেন, তাতে আমরা পাশে রয়েছি।’’
গত কয়েক মাস ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। ক্রমাগত আর্থিক অবস্থার অবনতি থেকেই ক্ষোভ ছড়িয়ে শ্রীলঙ্কাবাসীর মধ্যে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে ৩৮০ কোটি ডলার আর্থিক সাহায্যের কথা রবিবার ঘোষণা করেছে ভারত। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ১৪৫ কোটি টাকা।
Our response to media queries on the situation in Sri Lanka:https://t.co/w2uUTPRUia pic.twitter.com/3AUKlJiRTZ
— Arindam Bagchi (@MEAIndia) July 10, 2022
শনিবার থেকেই শ্রীলঙ্কায় সাধারণ মানুষের বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। শনিবার সকালে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনের সামনে জড়ো হন। পরিস্থিতি বেগতিক দেখে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। বেলা গড়াতেই বিক্ষোভে সামিল জনগণের দখলে চলে যায় রাষ্ট্রপতি ভবন। শনিবার রাতে রাজাপক্ষে ঘোষণা করেন, ১৩ জুলাই বুধবার রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেবেন তিনি।
Sri Lanka’da yaşanan ekonomik kriz ve yolsuzluklar nedeniyle isyan çıkaran halk, başkanlık sarayını bastı. pic.twitter.com/8ILtNlm7Db
— Pusholder (@pusholder) July 9, 2022
রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভের মধ্যেই সর্বদল বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। সেই বৈঠকের পর ইস্তফা দেওয়ার কথা টুইট করে জানান তিনি। এর পরই বিক্ষোভকারীরা তাঁর ব্যক্তিগত বাড়ির সামনে জডো হন। বিক্রমসিঙ্ঘের বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়।