নয়া দিল্লি: কৌশলগত ব্য়ালিস্টিক মিসাইল পৃথ্বী-২ (Prithwi-II) এর সফলাভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে এই মিসাইলের উৎক্ষেপণ পরীক্ষা করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (Defence Research and Development Organisation)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পৃথ্বী-২ একেবারে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
পৃথ্বী-২ এর পরীক্ষামূলকভাবে সফল উৎক্ষেপণ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, “একটি শর্ট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পৃথ্বী-২। ১০ জানুয়ারি ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে এই মিসাইলের সফভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে।” এই বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, “ভারতের পারমাণবিক শক্তি ভাণ্ডারের এক অবিচ্ছেদ্য অংশ হল পৃথ্বী-২। এই পরীক্ষায় মিসাইলটি একেবারে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।”
মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, এই পৃথ্বী-২ মিসাইলের রেঞ্জ হল ৩৫০ কিলোমিটারের আশেপাশে। অর্থাৎ, ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত কোনও শত্রু নিধন করার ক্ষেত্রে কার্যকরী এই মিসাইল। প্রসঙ্গত, কিছুদিন আগে ওড়িশার উপকূল থেকে হাই রেঞ্জের মিসাইল অগ্নি-৫ পরীক্ষা করা হয়েছিল। সেই মিসাইলেরও সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। DRDO-র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ছিল এই মিসাইল।