Rafale in India: আরও ২৬ রাফাল পাবে নৌসেনা, মোদীর প্যারিস সফরকালেই বড় ঘোষণা ভারতের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 15, 2023 | 10:45 AM

Rafale in India: ২০১৫ সালে প্যারিস সফরে গিয়েই রাফাল চুক্তিতে স্বাক্ষর করেছিলেন নরেন্দ্র মোদী। বর্তমানে ভারতের কাছে ৩৬টি রাফাল।

Rafale in India: আরও ২৬ রাফাল পাবে নৌসেনা, মোদীর প্যারিস সফরকালেই বড় ঘোষণা ভারতের

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে ভারতে রয়েছে মোট ৩৬টা রাফাল যুদ্ধবিমান। এবার সেই সংখ্যাটা বাড়ছে আরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্যারিস সফরে, তখনই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। সম্প্রতি ভারতে রাফালের একটি ক্যাম্পেন হয়েছে। যুদ্ধবিমানগুলি যে ভারতীয় নৌসনেরা জন্য যোগ্য, সেটাই প্রমাণিত হয়েছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এয়ারক্রাফট কেরিয়ারের জন্যও এগুলি উপযুক্ত।

গত বৃহস্পতিবার মোদীর প্যারিস সফরকালেও কয়েক হাজার কোটির চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৬টি রাফাল ও তিনটি স্করপিন ক্লাস যুদ্ধজাহাজ কেনার চুক্তি হয়েছে দুই দেশের। তবে দর নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানানো হয়েছে।

সামরিক ক্ষেত্রে বরাবরই ভারত আমদানি করে থাকে ফ্রান্স থেকে। এর আগে ২০১৫ সালে মোদীর প্যারিস সফরকালে ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয় ভারতের সঙ্গে ফ্রান্সের। ইতিমধ্যেই ভারতে এসেছে সেই যুদ্ধবিমানগুলি। সম্প্রতি ফ্রান্সের বাস্তিল দিবসে ফ্লাই পাস্টেও অংশ নিয়েছিল সেগুলি।

যুদ্ধবিমানের ক্ষেত্রে বহু বছর ধরে ভারত ভরসা করে ফ্রান্সের ওপর। রাফাল কেনার অনেক আগে ১৯৮০ সালে মিরজ বিমানও কিনেছিল ভারত। এখনও সেই যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন ভারতীয় বায়ুসেনার অংশ। ২০০৫ সালে ৬টি স্করপিন ক্লাস ডিজেল সাবমেরিন ফ্রান্স থেকে এসেছিল ভারতে।

Next Article