AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trending News: ‘মুক্তির আনন্দ,’ ৪০ লিটার দুধ দিয়ে স্নান মানিকের! কারণ শুনলে চমকে যাবেন…

Husband-Wife Divorce: সদ্য ডিভোর্স হয়েছে মানিক আলির। তারপরই স্নান। কিন্তু এ তো নরম্যাল ঘটনা। প্রত্যেকেই করেন। শরীর, স্বাস্থ্যের কারণে পরিষ্কার পরিছন্ন থাকা জরুরি। কিন্তু জল নয়, দুধ দিয়ে স্নান মানিকের।

Trending News: 'মুক্তির আনন্দ,' ৪০ লিটার দুধ দিয়ে স্নান মানিকের! কারণ শুনলে চমকে যাবেন...
Image Credit: TV9 Assam
| Updated on: Jul 12, 2025 | 6:39 PM
Share

স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক বলা হয়ে থাকে। এর মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা, সম্মান থাকাও জরুরি। সকলের দাম্পত্য জীবন যে একইরকম সুখী হয়, তা নয়। সম্পর্ক থাকলে তার মধ্যে নানা মত বিরোধও থাকবে। এমনটা স্বাভাবিক। কিন্তু তা যদি আয়ত্তের বাইরে চলে যায়? পরস্পরের প্রতি ভালোবাসা দূর অস্ত, ন্যুনতম সম্মানটুকুও যদি না থাকে? কাউকে জোর করে আটকে না রাখাই শ্রেয়। ঠিক এমনটাই মনে হয়েছিল মানিকেরও। তার সেলিব্রেশনেই ৪০ লিটার দুধ দিয়ে স্নান! ঘটনাটি কারও কাছে মজার, আবার কষ্টেরও। ঠিক কী ঘটেছে?

সদ্য ডিভোর্স হয়েছে মানিক আলির। তারপরই স্নান। কিন্তু এ তো নরম্যাল ঘটনা। প্রত্যেকেই করেন। শরীর, স্বাস্থ্যের কারণে পরিষ্কার পরিছন্ন থাকা জরুরি। কিন্তু জল নয়, দুধ দিয়ে স্নান মানিকের। অসমের মুকালমুয়ার ঘটনা। স্ত্রী-কন্যাকে নিয়ে সুখে সংসার করছিলেন মানিক আলি। কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। এর মাঝে অন্য ব্যক্তির আগমন। আর এতেই সমস্যার সূত্রপাত। প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন স্ত্রী। তাতেও অবশ্য হাল ছাড়েননি। ছোট মেয়ে রয়েছে। তার যাতে কষ্ট না হয়, স্ত্রীকে অনেক বুঝিয়ে ফিরিয়ে এনেছিলেন মানিক।

কিন্তু একই ঘটনা বারবার ঘটলে? মানিক আলির ক্ষেত্রে তেমনই হয়েছে। স্ত্রী যে একবার পালিয়ে গিয়েছিলেন তা নয়। একাধিক বার এমনটা হয়েছে। কিন্তু মেয়ের কথা ভেবে আবারও স্ত্রীকে ফিরিয়ে এনেছে। কিন্তু মানিক আর এমনটা চাননি। তাই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। এরপরই বলছেন, তিনি এখন মুক্ত। আর এই মুক্তির সেলিব্রেশনেই দুধ দিয়ে স্নান করছেন। নিজেকে সমস্ত গ্লানি থেকে মুক্ত করার কথা বলছেন।