5G in India: ‘৬-জি পরিষেবায় নেতৃত্ব দেবে ভারতই’, ৫-জি চালুর পর আত্মবিশ্বাসী টেলিকম মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 02, 2022 | 5:09 PM

Ashwini Vaishnaw: অশ্বিনী বৈষ্ণব বলেন, "প্রধানমন্ত্রী মোদীর ভাবনা অনুযায়ী, ভারত সিক্স-জি পরিষেবার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।"

5G in India: ৬-জি পরিষেবায় নেতৃত্ব দেবে ভারতই, ৫-জি চালুর পর আত্মবিশ্বাসী টেলিকম মন্ত্রী
অশ্বিনী বৈষ্ণব

Follow Us

নয়া দিল্লি: শনিবারই দেশে ফাইভ-জি পরিষেবার ক্ষেত্রে এক বিপ্লব ঘটে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে চালু হয়েছে ফাইভ-জি। এবার কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে দিলেন, সিক্স-জি পরিষেবার ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা নেবে। এদিন দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের ষষ্ঠ এডিশনে এসে এই কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব বলেন, “প্রধানমন্ত্রী মোদীর ভাবনা অনুযায়ী, ভারত সিক্স-জি পরিষেবার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।”

উল্লেখ্য, ফাইভ-জি পরিষেবা চালু করার কয়েক সপ্তাহ আগেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার চলতি দশকের শেষের দিকে সিক্স-জি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২২-এর গ্রান্ড ফিনালেতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই সিক্স-জি নিয়ে এই মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, শনিবার যে ফাইভ জি নেটওয়ার্ক পরিষেবা চালু করা হয়েছে, তা ব্যবহারকারীদের কেবলমাত্র দ্রুত গতির ইন্টারনেট পরিষেবাই নয়, এর পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, কৃষিজ ক্ষেত্র সহ অন্যান্য অনেক বিষয়ে সরকারকে সাহায্য করবে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়-এর কর্ণধার মুকেশ আম্বানী ইতিমধ্যেই ঘোষণা করেছেন জিও-র মাধ্যমে “বিশ্বের অন্যান্যদের মতো সর্বোচ্চ মানের এবং সাশ্রয়ী মূল্যের” পরিষেবা নিশ্চিত করবে। জিও টেলিকম অপারেটর ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ফাইফ-জি পরিষবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে৷ এদিকে এয়ারটেলের তরফেও ঘোষণা করা হয়েছে যে এটি আজ থেকে ভারতের আটটি শহরে ফাইভ-জি পরিষেবাচালু করবে। যদিও সব শহরের নাম অজানা, তবে সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে, মুম্বই, দিল্লী, বারাণসী এবং বেঙ্গালুরু আজ ফাইভ-জি পরিষেবা পাবে। ভোডাফোন-আইডিয়াও শীঘ্রই ফাইভ-জি পরিষেবা রোলআউট শুরু করবে।

উল্লেখ্য, শনিবারই দেশে ফাইভ জি পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাত ধরে উৎসবের মরশুমেই শুরু হয়েছে ফাইভ জি পরিষেবা। দেশবাসীর কাছে এটি উপহারের তুলনায় কম কিছু নয়। অন্তত এমনটাই মনে করছেন টেলিকম ক্ষেত্রের সঙ্গে জড়িত মহল।

Next Article