Indian Army: কেউ লাগাচ্ছে ঝাঁপ, কেউ আবার এগোচ্ছে বন্দুক হাতে! হঠাৎ এ কী করছে ভারতীয় সেনা-জওয়ানরা?

Avra Chattopadhyay |

Jan 17, 2025 | 7:49 PM

Indian Army: জানা গিয়েছে, দেশের একাধিক ফায়ারিং রেঞ্জ, প্রশিক্ষণ গ্রাউন্ডেই চলবে এই ডেভিল স্ট্রাইক। যেখানে যৌথ উদ্দ্যোগে নিজেদের শক্তির প্রদর্শন করবে ভারতীয় সেনা ও বায়ুসেনা।

Indian Army: কেউ লাগাচ্ছে ঝাঁপ, কেউ আবার এগোচ্ছে বন্দুক হাতে! হঠাৎ এ কী করছে ভারতীয় সেনা-জওয়ানরা?
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: শুরু হয়ে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া! চলতি মাসের ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে এই মহড়া। ভারতীয় স্থল সেনা ও বায়ুসেনার যৌথ উদ্দ্যোগেই চলছে এই সামরিক মহড়া। একটি প্রেস বিবৃতি দিয়ে এমনই জানাল প্রতিরক্ষা মন্ত্রক।

কী কী দেখা যাবে এই মহড়ায়?

নাম দেওয়া হয়েছে ডেভিল স্ট্রাইক। প্রতিকূল পরিবেশে কীভাবে অভিযান চালাবে ভারতীয় সেনা, সেই বিষয়টিকেই তুলে ধরা হবে এই মহড়ায়। এয়ারবোর্ন অপারেশন, অর্থাৎ যখন সরসরি যুদ্ধবিমান থেকে রণক্ষেত্রে ঝাঁপ দিয়ে থাকে সেনা-জওয়ানরা, পণবন্দিদের উদ্ধার করা। সব প্রশিক্ষণ দেওয়া হবে এই সেনা মহড়ায়।

এছাড়াও থাকবে প্রযুক্তির ব্যবহারও। অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহারে শত্রুদের চিহ্নিত ও খতম করার মাধ্য়মে নিজেদের শক্তি প্রদর্শন করবে ভারতের দুই গুরুত্বপূর্ণ সেনা মণ্ডলী।

কোথায় হবে ‘ডেভিল স্ট্রাইক’?

জানা গিয়েছে, দেশের একাধিক ফায়ারিং রেঞ্জ, প্রশিক্ষণ গ্রাউন্ডেই চলবে এই ডেভিল স্ট্রাইক। যেখানে যৌথ উদ্দ্যোগে নিজেদের শক্তির প্রদর্শন করবে ভারতীয় সেনা ও বায়ুসেনা।

উল্লেখ্য, গত বেশ কয়েক বছর ধরে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে মন দিয়েছে কেন্দ্র সরকার। চলছে একের পর এক সামরিক মহড়া। শক্তি ও ক্ষমতায় যে পিছিয়ে নেই ভারত, শত্রুদের দেশেদের আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে প্রতিরক্ষামন্ত্রক।

শুধু ডেভিল স্ট্রাইকই নয়। এর আগে চলতি মাসেই টানা ৪৮ ঘণ্টার একটি সামরিক মহড়া চালিয়েছে ভারত। নেপালের সেনার সঙ্গে গভীর বোঝাপোড়ার মধ্যে দিয়ে ‘উত্তরের ময়দানে’ অনুশীলন চালায় দুই দেশের জওয়ানরা। দুই দেশ মিলিয়ে প্রায় ৭০০ জন সেনা অংশগ্রহণ করে এই মহড়ায়।

Next Article