Indian Army: শুধু মুখে বড় বড় বুলি! প্রমাণ কই! পাকিস্তানের এই কাণ্ড যেন হাসির খোরাক
Indian Army: সোমবারও সাংবাদিক বৈঠক করে সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের কতগুলি সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের প্রত্যাঘাতে। সে সব ছবিও প্রকাশ করেছেন তিনি।

রবিবার ও সোমবার মিলিটারি অপারেশন নিয়ে সাংবাদিক বৈঠক করে ভারত। পাকিস্তানের কতগুলি সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে, কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে, তার প্রমাণ হিসেবে ভিডিয়ো দেখিয়েছে ভারতীয় সেনা। এদিকে, পাকিস্তান ডিজি আইএসপিআর-ও সাংবাদিক বৈঠক করেছেন। ভারতে ক্ষতি করা হয়েছে বলে দাবিও করা হয়েছে। তবে প্রমাণ ‘জিরো’। এই কাণ্ডে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সমালোচিত হচ্ছে পাকিস্তান।
‘স্কাই নিউজ’ সংবাদমাধ্যমে দেখানো হয়েছে, ভারতে ক্ষতি হয়েছে বলে দাবি করলেও ডিজি আইএসপিআর-এর সেই সাংবাদিক বৈঠকে কোনও ফুটেজ নেই। আর তাতেই নতুন করে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। ভারত যেখানে গুচ্ছ গুচ্ছ প্রমাণ দিচ্ছে, সেখানে পাকিস্তানের সোর্স হল সোশ্যাল মিডিয়া ফুটেজ। ফেসবুক বা এক্স মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিয়ো দেখিয়েই পাকিস্তান দাবি করছে, তারা নাকি ব্যাপক ক্ষতি করেছে ভারতের।
পাকিস্তানে এই কাণ্ড এখন নেটিজেনদের হাসির খোরাক। কেউ কেউ বলছেন, পাকিস্তানের ডিজি আইএসপিআর-এর করা সাংবাদিক বৈঠক নিজেদের সোশ্য়াল মিডিয়াতেও শেয়ার কর?ছেন না পাকিস্তানিরা। তবে কি বিশ্বাস করছেন না তাঁরাও?
প্রতিবেদনটি আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে লেখা।

