AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubhanshu Shukla: আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে পৌঁছেও এখনও কেন ভিতরে ঢুকতে পারলেন না শুভাংশুরা?

Shubhanshu Shukla: গোটা অভিযানের গ্রুপ ক্য়াপ্টেন হিসাবে নিজেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ড্রাগন ক্যাপসুলের ডকিং শেষ করেছেন তিনি। বলা চলে, ২৫ বছর বয়সী এই মহাকাশে ঘাঁটিতে পৌঁছনো প্রথম ভারতীয় নভোশ্চর শুভাংশু।

Shubhanshu Shukla: আন্তর্জাতিক মহাকাশ ঘাঁটিতে পৌঁছেও এখনও কেন ভিতরে ঢুকতে পারলেন না শুভাংশুরা?
| Updated on: Jun 26, 2025 | 4:39 PM
Share

নয়াদিল্লি: ড্রাগন চেপে আকাশ ছুঁলেন শুভাংশু। রাকেশ শর্মার পর এই প্রথম কোনও ভারতীয় পৌঁছলেন মহাকাশে। বৃহস্পতিবার বিকাল ৪.০২ নাগাদ শেষ হয়েছে স্পেস ডকিং প্রক্রিয়া। অর্থাৎ স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছেন শুভাংশুরা।

আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার রওনা দিয়েছিলেন তাঁরা। আপাতত মাটি থেকে ৪২৪ কিলোমিটার উচ্চতায় রয়েছেন শুভাংশু। গোটা অভিযানের গ্রুপ ক্য়াপ্টেন হিসাবে নিজেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে ড্রাগন ক্যাপসুলের ডকিং শেষ করেছেন তিনি। বলা চলে, ২৫ বছর বয়সী এই মহাকাশে ঘাঁটিতে পৌঁছনো প্রথম ভারতীয় নভোশ্চর শুভাংশু।

তবে এখনও ISS-এর ভিতরে পা রাখেননি শুভাংশু। জানা গিয়েছে, সন্ধে ৬টার দিকে সমস্ত যান্ত্রিক প্রক্রিয়া শেষ করে অবশেষে সেখানে ঢুকবেন তিনি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটা ডকিংয়ের সফ্ট ক্যাপচার, এরপর হার্ড ক্যাপচার হয়। তারপর ISS-এর সঙ্গে বাইরে থেকে এসে যুক্ত হওয়া যানটির ‘চাপ’ মেপে নেওয়া হয়। ঘাঁটি ও যানের চাপ সমান হলে, তারপরই খুলে যায় দরজা। যা হতে সময় লাগে প্রায় দু’ঘণ্টা। অর্থাৎ সন্ধ্যা ৬টা নাগাদ ISS-এ পা রাখবেন শুভাংশুরা।

উল্লেখ্য, বুধবার দুপুর ১২টা ১ মিনিটে স্পেস-এক্সের ফ্যালকন-৯ চেপে রওনা দিয়েছেন শুভাংশু-সহ আরও তিন দেশের নভোশ্চররা। এটাই শুভাংশুর জীবনে প্রথম মহাকাশ অভিযান। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার আপাতত অ্যাক্সিয়ম অভিযানের গ্রুপ ক্য়াপ্টেন।

এদিন মহাকাশে ২৪ ঘণ্টা কাটিয়ে শুভাংশু জানিয়েছিলেন, ‘যাত্রার শুরু পর থেকেই অদ্ভূত অনুভূতি হচ্ছিল তার। তবে সফর খুব ভাল ছিল। আমি এখনও জিরো গ্রাভিটির সঙ্গে অভ্যস্ত হচ্ছি। ঠিক যেমন এক শিশু হাঁটতে শেখে। শিখছি কীভাবে চলাফেরা করতে হয়, নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তবে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। অনেক ঘুমাচ্ছি।’