Suhanshu Sukla: সাড়ে ৭ কিমি/সেকেন্ড বেগে পৃথিবী প্রদক্ষিণ করছেন, মহাকাশ থেকে শুভাংশুর পাঠানো বার্তা গর্বে বুক ফোলাবে…
Suhanshu Sukla: মহাকাশে পাড়ি দিতেই ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বলেন, "আমরা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছি। এটা ভারতের মানব মহাকাশ অভিযানের সূচনা। জয় হিন্দ, জয় ভারত।"

নয়া দিল্লি: মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন। রাকেশ শর্মার পর তিনিই দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশ অভিযানে গেলেন। মহাকাশে পাড়ি দিতেই তিনি পাঠালেন প্রথম বার্তা। কী বললেন তিনি?
মহাকাশে পাড়ি দিতেই ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বলেন, “আমরা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছি। এটা ভারতের মানব মহাকাশ অভিযানের সূচনা। জয় হিন্দ, জয় ভারত।”
অ্যাক্সিওম-৪ মিশন পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতেই শুভাংশু শুক্লা এই বার্তা পাঠান। স্পেসএক্স ড্রাগন স্পেসক্রাক্ট থেকে এই বার্তা পাঠানো হয়।
গ্রুপ ক্যাপ্টেন শুক্লা বলেন, “নমস্কার, দেশবাসী! ৪১ বছর পর আমরা আবার মহাকাশে এলাম। অসাধারণ রাইড এটা। প্রতি সেকেন্ডে সাড়ে ৭ কিলোমিটার বেগে আমরা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে লাগানো তিরঙ্গা বলছে আমি সকল ভারতীয়ের সঙ্গে আছি। এটা শুধু আন্তর্জাতিক স্পেস স্টেশনে আমার যাত্রা নয়, এটা ভারতের মানব স্পেস প্রোগ্রামের সূচনা। আমি চাই আপনারা সকলে এই যাত্রার অংশ হন। আপনাদের বুকও গর্বে ফুলে উঠুক। একসঙ্গে আমরা ভারতের স্পেস প্রোগ্রামের সূচনা করি। জয় হিন্দ, জয় ভারত।”
প্রসঙ্গত, শুভাংশু শুক্লার নেতৃত্বে এই মহাকাশ অভিযান বারবার পিছিয়ে যাচ্ছিল নানা সমস্যার কারণে। অবশেষে আজ সফল উৎক্ষেপণ হল দুপুর ১২টা ১ মিনিটে। আগামীকাল বিকেল সাড়ে চারটেয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌছবে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান।

