Pneumonia Vaccine: মারণ নিউমোনিয়া থেকে মুক্তি! ভারতীয় সংস্থার ভ্যাকসিনে অনুমোদন দিল DCGI

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 17, 2022 | 8:00 AM

Pneumonia Vaccine: নতুন টিকা কার্যকর হলে শুধু ভারতের নয়, বিশ্ব জুড়ে বহু শিশুকে প্রাণে বাঁচানো সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Pneumonia Vaccine: মারণ নিউমোনিয়া থেকে মুক্তি! ভারতীয় সংস্থার ভ্যাকসিনে অনুমোদন দিল DCGI

Follow Us

হায়দরাবাদ: শিশুদের ঠাণ্ডা লাগার প্রবণতা একটু বেশিই থাকে। আর নিউমোনিয়া শিশুদের জন্য মারণরূপও নিতে পারে। তাই চিকিৎসকেরা শিশুদের সাবধানকার জন্য নানা পরামর্শ দিয়ে থাকেন। তবে এবার সেই নিউমোনিয়ার ক্ষেত্রে নতুন আশার আলো দেখাতে চলেছে টিকা। ভারতীয় সংস্থার তৈরি টিকায় অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিজিসিআই। শুক্রবার হায়দরাবাদের টিকা প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই লিমিটেডের তরফে ঘোষণা করা হয়েছে, তাদের তৈরি নিউমোনিয়ার ভ্যাকসিনের অনুমোদন মিলেছে। এস নিউমোনিয়া সংক্রমণ থেকে শিশুদের সুরক্ষা দেবে ওই ভ্যাকসিন। অনুমোদন পাওয়ায় এবার টিকা প্রস্তুত করে বাজারে আনতে পারবে ওই সংস্থা।

স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া ইনফেকশন বা এস নিউমোনিয়া শিশুদের শরীরে মারাত্মক আকার ধারন করতে পারে। ভারতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে এই সংক্রমণকেই চিহ্নিত করে থাকেন চিকিৎসকেরা। নতুন টিকা কার্যকর হলে শুধু ভারতের নয়, বিশ্ব জুড়ে বহু শিশুকে প্রাণে বাঁচানো সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বায়োলজিক্যাল ই নামে ওই সংস্থা জানিয়েছে, পিসিভি১৪ নামে ওই টিকা ৬, ১০ ও ১৪ সপ্তাহের শিশুদের দেওয়া যাবে।

সম্প্রতি এস নিউমোনিয়ার দুই সেরোটাইপ ২২ এফ ও ৩৩ এফের দ্বারা সংক্রমণ অনেক বেশি মাত্রায় ছড়াচ্ছে ভারতে। নতুন টিকা ওই দুই সেরোটাইপ থেকেই সুরক্ষা দিতে পারবে বলে জানা যাচ্ছে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মহিমা দাতলা জানিয়েছেন, এই অনুমোদন পাওয়া অত্যন্ত জরুরি ছিল। এর ফলে বহু শিশুর প্রাণ রক্ষা করা সম্ভব হবে। এই টিকার মাধ্যমে সংক্রমণ থেকে বাঁচানো সম্ভব হবে সহজেই। গোটা বিশ্বে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, অনেক শিশুই এই সংক্রমণে আক্রান্ত হয়। এস নিউমোনিয়ার লক্ষণ হল কাঁপুনি দিয়ে জ্বর আসা, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, দুর্বলতা। এই সব লক্ষণ দেখা দিয়ে দেরি না করে চিকিৎসের পরামর্শ নেওয়া দরকার।

Next Article