Indian Navy: চিনা জাহাজ খুঁজতে ভারত মহাসাগরে ঝাঁপাল ভারত

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 18, 2023 | 8:45 PM

Indian Navy deploys aircraft to rescue sinking Chinese ship: ভারত-চিন সীমান্ত সংক্রান্ত চুক্তিগুলি চিন নিয়মিতভাবে লঙ্ঘন করে চললেও, বেজিং-কে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে হাত গুটিয়ে থাকল না ভারত। বুধবারই, চিনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ভারত মহাসাগরের দক্ষিণ অঞ্চলে ৩৯ জন ক্রু সদস্য-সহ 'লু পেং ইউয়ান ইউ ০২৮' নামে একটি চিনা মাছ ধরার জাহাজ ডুবে গিয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই এই জটিল উদ্ধারকাজে হাত লাগাল ভারত।

Indian Navy: চিনা জাহাজ খুঁজতে ভারত মহাসাগরে ঝাঁপাল ভারত
চিনা জাহাজের সন্ধানে ভারত মহাসাগর চষে ফেলল ভারতীয় নৌসেনার বিমান

Follow Us

নয়া দিল্লি: ভারত-চিন সীমান্ত সংক্রান্ত চুক্তিগুলি চিন নিয়মিতভাবে লঙ্ঘন করে চললেও, বেজিং-কে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে হাত গুটিয়ে থাকল না ভারত। বুধবারই, চিনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ভারত মহাসাগরের দক্ষিণ অঞ্চলে ৩৯ জন ক্রু সদস্য-সহ ‘লু পেং ইউয়ান ইউ ০২৮’ নামে একটি চিনা মাছ ধরার জাহাজ ডুবে গিয়েছে। শুধু চিনা নয়, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরাও ক্রু-এর অংশ ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে ডুবে যাওয়া জাহাজটির যাত্রীদর উদ্ধারের জন্য ভারত, অস্ট্রেলিয়া-সহ বেশ কয়েকটি দেশের সহায়তা চেয়েছিল বেজিং। ২৪ ঘণ্টা যেতে না যেতেই এই জটিল উদ্ধারকাজে হাত লাগাল ভারত। এদিন ভারতীয় নৌসেনা জানিয়েছে, ভারত থেকে প্রায় ৯০০ নটিক্যাল মাইল দূরে এয়ার মেরিটাইম রিকনস্যান্স ইকুইমেন্ট মোতায়েন করেছে। খারাপ আবহাওয়ার মধ্যেই পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে), ভারতীয় নৌসেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পি৮আই বিমান ওই অঞ্চলে একাধিকবার এবং ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। বেশ কিছু বস্তুর সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলি সম্ভবত ডুবে যাওয়া জাহাজটির অংশ ছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে, কাছাকাছি থাকা পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর জাহাজগুলি অনুরোধে, ভারতীয় বিমান থেকে ঘটনাস্থলে এসএআর (SAR) যন্ত্র মোতায়েন করা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বাসযোগ্য এবং দায়িত্বশীল অংশীদার হিসাবে ভারতের বাধ্যবাধকতা রয়েছে। এর জন্য ভারতী নৌসেনা ওই এলাকার অন্যান্য ইউনিটগুলির সঙ্গে হাত মিলয়ে স্পেসিফিক অ্যাবসর্পশন রেট প্রচেষ্টাকে সমন্বিত করেছে এবং চিনা নৌবাহিনীর রণতরীগুলিকে ওই স্থানে আসতে সাহায্য করেছে।”

সূত্রের খবর, ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি চিনা মাছ ধরার জাহাজটির ক্রু সদস্যদের মধ্যে ১৭ জন ছিলেন চিনা নাগরিক, ৫ জন ফিলিপিনো নাগরিক ছিলেন। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, এদিনই নিখোঁজ ক্রু সদস্যদের দুই জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে মৃতদেহগুলি কোন দেশের নাগরিকদের, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ক্যানবেরায় নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জিয়াও কিয়ান এদিন জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে ৫,০০০ কিলোমিটার পশ্চিমে জাহাজটি ডুবে গিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তিনটি বিমান এবং চারটি জাহাজ পাঠানো হয়েছে। জাহাজটি খুঁজে পেতে ক্যানবেরাকে আরও বিমান, জাহাজ এবং কর্মী পাঠানোর অনুরোধ জানিয়েছে চিন। অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রিফ্ট মডেলিংয়ের উপর ভিত্তি করে জাহাজটির সন্ধানের জন্য ১২,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল চিহ্নিত করা হয়েছে। নিখোঁজ ক্রুরা ভাসতে ভাসতে কোথায় যেতে পারেন, তার পূর্বাভাস পেতে চিন আবহাওয়া কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে অস্ট্রেলিয়া।

Next Article