United Nations: ৮০০ ভারতীয় শান্তি রক্ষাকারীকে পুরষ্কার রাষ্ট্রপুঞ্জের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 05, 2021 | 6:32 PM

United Nations, দক্ষিণ সুদানে স্থায়ী শান্তির জন্য ভারতীয় শান্তি রক্ষাকারীদের সাহস, প্রতিশ্রুতি এবং আত্মত্যাগ এক অনন্য নজির স্থাপন করেছে। এই ভূমিকায় রাষ্ট্রপুঞ্জ ও ভারত গর্বিত

United Nations: ৮০০ ভারতীয় শান্তি রক্ষাকারীকে পুরষ্কার রাষ্ট্রপুঞ্জের
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা। দেশের মুকুটে উঠছে নতুন পালক। ৮০০ জন ভারতীয় শান্তি রক্ষাকারীকে মেডেল (Medal) দিয়ে সম্মানিত করতে চলেছে রাষ্ট্রপুঞ্জ (United Nations)। এই ভারত সন্তানরা দীর্ঘদিন ধরেই দক্ষিণ সুদানে কর্মরত।

ইউএন মিশন দক্ষিণ সুদানের (UN Mission of South Sudan) একটি সংবাদ প্রতিবেদনে সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী ৮৩৬ জন ভারতীয় শান্তি রক্ষাকারীকে মেডেল দিয়ে সম্মানিত করা হয়েছে। বিশ্বের নবীনতম রাষ্ট্রে (World’s newest country) শান্তি রক্ষার জন্য আন্তরিক পদক্ষেপের কারণেই এই পুরষ্কার বলেই জানা গিয়েছে।

ইউএন মিশন দক্ষিণ সুদানের ফোর্স কমান্ডার লেফট্যান্ট জেনারেল সইলেশ টিনাইকর (Shailesh Tinaikar ), এই সফরে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভারতীয় ব্যাটালিয়নের প্রশংসা করেন এবং মানবিকতার খাতিরে ৩২ জনকে আশ্রয় দান ও তাদেরকে অক্ষত অবস্থায় রেনকে থেকে জুবায় নিরাপদ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতীয় শান্তি রক্ষাকারীদের ভূমিকার প্রশংসা করেন। ওই সংবাদ প্রতিবেদনে শান্তি রক্ষাকারীদের উদ্দেশে টিনাইকর বলেছেন ” সঠিক সময়ে আপনারা সঠিক পদক্ষেপ করেছেন। আপনাদের সেই সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্য সংঘর্ষ লেগে যাওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। আপনাদের উপস্থিতি সেদেশের সাধারণ নাগরিকদের নির্ভয়ে জীবনযাপন করতে সাহায্য করেছে।”

মেডেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত দক্ষিণ সুদানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (Indian Ambassador) বিষ্ণু শর্মা (Vishnu Sharma) বলেছেন দক্ষিণ সুদানে স্থায়ী শান্তির জন্য ভারতীয় শান্তি রক্ষাকারীদের সাহস, প্রতিশ্রুতি এবং আত্মত্যাগ এক অনন্য নজির স্থাপন করেছে। এই ভূমিকায় রাষ্ট্রপুঞ্জ ও ভারত গর্বিত।

ইউএন মিশন দক্ষিণ সুদানের ওই সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বিষ্ণু শর্মা ভারতীয় পশু চিকিৎসকদের অবদানকেও কুর্নিশ জানিয়েছেন। কারণ অসংখ্য পশুদের চিকিৎসা করার মাধ্যমে, পশু পালকদের মধ্যে সক্ষমতা গড়ে তোলা সম্ভব হয়েছে, যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় ব্যাটালিয়নের কমান্ডার, কর্ণেল নীরজ তিওয়ারির (Colonel Neeraj Tiwari) মতে শান্তি স্থাপনা ও ইতিবাচক পদক্ষেপের কারণে ভারতীয় শান্তি রক্ষাকারীদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিওয়ারি বলেন ” আমরা দক্ষিণ সুদানের অধিবাসীদের মঙ্গল কামনা করি। তারা দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

 

আরও পড়ুন  Kaliachak: ফের ‘কুরুক্ষেত্র’ কালিয়াচক, আচমকা বোমা ফেটে জখম ২ শিশু

আরও পড়ুন Facebook Outage: ‘শান্তির ঘুম’ ঘুমোলেন? নাকি জুকারবার্গকে শাপ-শাপান্ত করেই কাটিয়ে দিলেন রাতটা?

Next Article