নয়া দিল্লি: ভারতে রেলকে বলা হয় লাইফলাইন। রেলের ওপর নির্ভর করে বহু মানুষের জীবনযাত্রা, দৈনন্দিন কাজ। এবার ট্রেনের গতি আরও বাড়াতে উদ্যোগী হল রেল। ট্রেন যাতে অন্তত ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে তার জন্য রেল ট্র্যাকের পরিবর্তন করছে রেল। তৈরি হচ্ছে হাই স্পিড রেল ট্র্যাক। যোধপুর ও রাজস্থানের মাঝে আপাতত ৫৯ কিলোমিটার রেলপথ তৈরি করা হচ্ছে। ট্র্যাক তৈরি হয়ে গেলে বন্দে ভারত চালিয়ে গতি পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।
এই হাই স্পিড রেল ট্র্যাকের মধ্যে ২৩ কিলোমিটার হবে মেন লাইন, ১৩ কিলোমিটার হবে হাই স্পিড লুপ, ৩ কিলোমিটার অ্যাকসিলারেটেড টেস্টিং লুপ ও ২০ কিলোমিটার কার্ভ টেস্টিং লুপ।
উত্তর-পশ্চিম রেলের সিপিআরও জানিয়েছেন, হাই স্পিড রেল ট্র্যাকের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে ২০২৩-এর ডিসেম্বরেই। আর দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে ২০২৪-এর ডিসেম্বরে।
এই ট্র্যাকে থাকবে সব রকমের সিগন্যালিং ব্যবস্থা। সবরকমের পরীক্ষা করে তবেই ট্রেন চালু করা হবে এই ট্র্যাকে। ইতিমধ্যেই সাড়ে ৪ কিলোমিটার ট্র্যাক তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আগামী অর্থবর্ষের মধ্যে কাজ অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
শুধু বন্দে ভারত নয়, আরও বেশ কিছু অত্যাধুনিক উচ্চগতির ট্রেনও পরীক্ষা করা হবে এই ট্র্যাকে। বর্তমানে স্টেনলেস স্টিলের ট্রেন তৈরি করে ভারত। আর এই ট্র্যাক তৈরি হলে সেই সব ট্রেন পরীক্ষা করা যাবে।