Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ ঘিরে তুঙ্গে প্রস্তুতি! যাত্রীদের জন্য তিন হাজার স্পেশাল ট্রেন চালাবে রেল

Avra Chattopadhyay |

Dec 31, 2024 | 4:36 PM

Maha Kumbh Mela 2025: মহাকুম্ভে যেন পুণ্যার্থীদের পৌঁছতে কোনও রকম অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করতে বাড়তি তিন হাজার ট্রেন চালাবে ভারতীয় রেল।

Maha Kumbh Mela 2025: মহাকুম্ভ ঘিরে তুঙ্গে প্রস্তুতি! যাত্রীদের জন্য তিন হাজার স্পেশাল ট্রেন চালাবে রেল
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ১২ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের মেলা। নতুন বছর ঘিরে উৎসাহী পুণ্যার্থীরা। মহাকুম্ভের সাক্ষী থাকতে ছুটে যাবেন লক্ষাধিক মানুষ। তাই প্রয়োজন যথাযথ যাতায়াত মাধ্যম।

মহাকুম্ভে যেন পুণ্যার্থীদের পৌঁছতে কোনও রকম অসুবিধা না হয়, তা সুনিশ্চিত করতে তিন হাজার বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল। মহাকুম্ভকে মাথায় রেখেই মেলার কয়েকদিন বাড়তি ট্রেন চালানোর কথা জানাল ভারতীয় রেলের এক উচ্চ পদাধিকারী কর্মী।

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, মোট ৯টি গুরুত্বপূর্ণ স্টেশন যথা, প্রয়াগরাজ জংশন, সুবেদারগঞ্জ, নাইনি, প্রয়াগরাজ চেওকি, প্রয়াগ জংশন, ফাফামাউ, রামবাগ, প্রয়াগরাজ সংগম ও ঝাঁসিকে কেন্দ্র করে ৫৬০টি টিকিট বুকিং পয়েন্ট তৈরি করা হবে। যেখান থেকে প্রতিদিন ১০ লক্ষ টিকিট কাটা যাবে।

শুধু তা-ই নয়, মহাকুম্ভের আগমনে টিকিট কাটার ক্ষেত্রেও বিশেষ সুবিধা দিয়েছে রেল। চাইলে কেউ ১৫ দিন আগে থেকেই মহাকুম্ভের মেলায় পৌঁছনোর জন্য যথাযথ স্টেশনের টিকিট কেটে রাখতে পারেন।

মেলার কয়েক দিন রোজকার মতোই দশ হাজার ট্রেন চালাবে রেল। পাশাপাশি, যাত্রীদের আরও সুবিধার জন্য তিন হাজার বিশেষ বা বাড়তি ট্রেন চালানোর ব্যবস্থা করেছে ভারতীয় রেল মন্ত্রক। সব মিলিয়ে মহাকুম্ভ ঘিরে তুঙ্গে প্রস্তুতি। যাত্রী নিরাপত্তা থেকে মেলায় পুণ্যার্থীদের সকল সুবিধা-অসুবিধার জন্য আগাম তৈরি প্রশাসন।

শুধু মাত্র ট্রেনেই যাত্রীদের নিরাপত্তার জন্য প্রতিদিন মোতায়েন থাকবে মোট ১৮ হাজার রেল পুলিশ। আবার, এই রেল পুলিশদের যাবতীয় কাজে সাহায্য করার জন্য মোতায়েন করা হবে বাড়তি রাজ্য পুলিশও। ইতিমধ্যে স্টেশনগুলিতে শুরু হয়ে গিয়েছে সিসিটিভি লাগানোর কাজ। মোট ১ হাজার ১৮৬টি সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যার মধ্যে ১১৬টি সিসিটিভি কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন।

Next Article