Railway Compensation: ১ মাসে রেলের ১ ডিভিশনই যাত্রীদের ক্ষতিপূরণ দিল কোটি টাকা! কেন জানেন?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 06, 2024 | 4:45 PM

Indian Railways: শীত পড়তেই উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে ব্যাপক সমস্য়ায় পড়তে হয়েছে ভারতীয় রেলকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, প্রায় প্রতিদিনই লেট হচ্ছে ট্রেন। কখনও ৩-৪ ঘণ্টা, কখনও আবার তা ১২-১৩ ঘণ্টাতেও পৌঁছে যাচ্ছে। শীতকালে ট্রেন লেট (Train Late) হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এর জন্য যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়।

Railway Compensation: ১ মাসে রেলের ১ ডিভিশনই যাত্রীদের ক্ষতিপূরণ দিল কোটি টাকা! কেন জানেন?
প্রতীকী ছবি।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: শীত পড়তেই ক্ষতির মুখে ভারতীয় রেল (Indian Railways)। এক মাসেই কোটি কোটি টাকা জলাঞ্জলি গেল রেলের। চলতি মাসে আরও ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা রেলের। কোটি টাকার ক্ষতি, তাও আবার শুধুমাত্র রেলের একটা শাখা থেকেই! কী কারণে এত কোটি টাকা ক্ষতি হচ্ছে রেলের, জানেন?

জানা গিয়েছে, শীত পড়তেই উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে ব্যাপক সমস্য়ায় পড়তে হয়েছে ভারতীয় রেলকে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায়, প্রায় প্রতিদিনই লেট হচ্ছে ট্রেন। কখনও ৩-৪ ঘণ্টা, কখনও আবার তা ১২-১৩ ঘণ্টাতেও পৌঁছে যাচ্ছে। শীতকালে ট্রেন লেট (Train Late) হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এর জন্য যাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়। সেই কারণেই বর্তমানে প্রচুর টিকিট বাতিল (Ticket Cancel) হচ্ছে। এতেই ক্ষতির মুখে পড়ছে রেল। 

ভারতীয় রেলওয়ের মোরাদাবাদ ডিভিশন থেকে শুধুমাত্র ডিসেম্বর মাসেই ২০ হাজার রিজার্ভ টিকিট বাতিল হয়েছে। এই বাতিল টিকিটের জন্য রেলকে রিফান্ড (Refund) দিতে হয়েছে যাত্রীদের। আর টিকিটের দাম ফিরিয়ে দিতে গিয়েই রেলের পকেট থেকে কোটি টাকা বেরিয়ে গিয়েছে এক মাসেই।

মোরাদাবাদ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজ কুমার সিং জানান, যাত্রীদের টিকিট বাতিলের ক্ষতিপূরণ দিতে প্রায় ১.২২ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রায় ২০ হাজারের বেশি টিকিট বাতিল করেছেন যাত্রীরা। সেই টিকিটের দাম ফেরত দিয়েছে ভারতীয় রেল।

কোথা থেকে কত টিকিট বাতিল হয়েছে?

রেলের তথ্য অনুযায়ী, বরৈলি থেকে গত ডিসেম্বর মাসে ৪২৩০টি কনফার্ম টিকিট বাতিল করা হয়েঠে। মোরাদাবাদ থেকে ৩২৩৯টি টিকিট বাতিল করা হয়েছে। হরিদ্বার থেকে ৩৯১৭টি এবং দেহরাদুন থেকে ২৪৪৮টি টিকিট বাতিল করা হয়েছে।

Next Article