AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat 4.0: বিরাট ঘোষণা! ২০২৭ সালেই আসছে বন্দে ভারত ৪.০, ২৫০ কিমি গতিবেগ, কোন রুটে ছুটবে জানেন?

Indian Railways: সুধাংশু মণি জানিয়েছেন যে বন্দে ভারত ৪.০ আরও উন্নত মানের হবে। এতে থাকবে কবচ ৫.০। আপাতত ২৫০ কিমি প্রতি ঘণ্টা স্পিড ধার্য করা হলেও, আগামিদিনে  ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উচ্চ-গতির জন্য বিশেষ রেল করিডোরও প্রস্তুত করা হবে। 

Vande Bharat 4.0: বিরাট ঘোষণা! ২০২৭ সালেই আসছে বন্দে ভারত ৪.০, ২৫০ কিমি গতিবেগ, কোন রুটে ছুটবে জানেন?
প্রতীকী চিত্রImage Credit: PTI
| Updated on: Jan 17, 2026 | 10:01 AM
Share

নয়া দিল্লি: দেশের প্রিমিয়াম ট্রেনের কথা বললেই এখন প্রথমেই মাথায় আসে বন্দে ভারত এক্সপ্রেসের নাম। সেমি হাই স্পিড এই ট্রেন এখন দেশজুড়ে বিভিন্ন রুটে ছুটছে। ইতিমধ্যেই আজ বন্দে ভারত স্লিপার ট্রেনও চালু হচ্ছে। তার আগেই রেলের বড় উপহার। আসতে চলেছে বন্দে ভারতের আরও একটি লেটেস্ট সংস্করণ। ২০২৭ সালে চালু হবে বন্দে ভারত ৪.০। এর সবথেকে বড় চমক কি জানেন? ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে ছুটবে এই ট্রেন।

রেল এক্সপার্ট সুধাংশু মণি টিভি৯ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, বন্দে ভারত ৪.০ সবথেকে দ্রুতগতির ট্রেন হতে চলেছে। ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিতে ছুটবে। আহমেদাবাদ-মুম্বই রুটে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এটিই দেশর দ্রুততম ট্রেন হবে।

সুধাংশু মণি জানিয়েছেন যে বন্দে ভারত ৪.০ আরও উন্নত মানের হবে। এতে থাকবে কবচ ৫.০। আপাতত ২৫০ কিমি প্রতি ঘণ্টা স্পিড ধার্য করা হলেও, আগামিদিনে  ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। উচ্চ-গতির জন্য বিশেষ রেল করিডোরও প্রস্তুত করা হবে।  রেলপথ মন্ত্রকের পরিকল্পনা, ২০৪৭ সালের মধ্যে দেশে ৪,৫০০টি বন্দে ভারত ট্রেন চালু করা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দেশে প্রথম বন্দে ভারত চালু হয়।  ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বন্দে ভারত ২.০ সংস্করণ চালু হয়। বন্দে ভারত ৩.০ সংস্করণ চালু হয় ২০২৫ সালে।  ২০২৬ সালে আজ চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ট্রেন। গতি, নিরাপত্তা এবং আরামের উপর জোর দিয়ে অত্যাধুনিক ডিজাইনে তৈরি করা সেমি-হাই স্পিড ট্রেন হিসাবে বন্দে ভারত প্রথম পছন্দ হয়ে উঠেছে। বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ার ফলে দীর্ঘ দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের সুবিধা হবে। বর্তমানে ১৬৪টি বন্দে ভারত ট্রেন চলছে দেশজুড়ে। ২০৩০ সালের মধ্যে আরও ৮০০টি বন্দে ভারত ট্রেন চালানোর এবং ২০৪৭ সালের মধ্যে বন্দে ভারত ট্রেনের সংখ্যা ৪৫০০-এ নিয়ে যাওয়ার পরিকল্পনা।