অসাধু চক্র রুখতে কঠোর রেল, অনলাইনে ট্রেনের টিকিট কাটতে এ বার থেকে লাগবে বিশেষ নথি!

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 26, 2021 | 5:34 PM

Indian Railway Online Ticket Booking: এ বার থেকে টিকিট বুক করার সময় বাধ্যতামূলকভাবে আধার কার্ডের তথ্য দিতে হবে।

অসাধু চক্র রুখতে কঠোর রেল, অনলাইনে ট্রেনের টিকিট কাটতে এ বার থেকে লাগবে বিশেষ নথি!
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: দালালের মাধ্যমে ট্রেনের টিকিট কাটান? তবে এখনই সতর্ক হন, কারণ টিকিট বুকিংয়ে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। এ বার থেকে অনলাইনে টিকিট কাটার সময় বাধ্যতামূলকভাবে পাসপোর্ট ও আধার কার্ডের তথ্য দিতে হবে।

বর্তমানে অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য কেবল ইউজ়ার নেম ও পাসওয়ার্ড দিলেই আইআরসিটিসির ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যেত। কিন্তু বিভিন্ন সফটওয়্যার মেশিনের সাহায্যে দালালরা বেআইনি পদ্ধতিতে টিকিট কাটত। এই দালাল চক্র বন্ধের লক্ষ্যেই এ বার টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।

রেলওয়ে প্রোকেটশন ফোর্সের ডিজি অরুণ কুমার বলেন, “আমরা আইআরসিটিসির সঙ্গে একযোগে মিলিত হয়ে ভারতীয় রেলের ওয়েবসাইটে লগ ইন করার জন্য আধার কার্ড ও পাসপোর্টের মতো পরিচয়পত্রের তথ্য বাধ্যতামূলক করছি। বাধ্যতামূলক আধার কার্ডের তথ্য দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থাৎ এ বার থেকে অনলাইনে টিকিট কাটার জন্য আপনাদের আধার কার্ডের নম্বর দিতেই হবে।”

দালালরা মূলত একধরনের সফটওয়্যারের ব্যবহার করেই অনলাইনে টিকিট বুক করেন। যেখানে একজন সাধারণ মানুষের একটি টিকিট বুক করতেই ১০ থেকে ১৫ মিনিট সময় লেগে যায়, সেখানে এই সফটওয়্যারের সাহায্যে এক মিনিটেই ১০ থেকে ১৫টি টিকিট কেটে ফেলেন দালালরা। পরবর্তী সময়ে সাধারণ মানুষ টিকিট না পেয়ে এই দালালদেরই দারস্থ হন। ভুয়ো নামে চড়া দামে বিক্রি করে দেওয়া হয় আগে থেকে বুকিং করা সেই টিকিটগুলি।

আরপিএফ ও আইআরসিটিসির সহযোগিতায় ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে বদল আনার কাজ প্রায় শেষ পর্যায়ে। এ বার থেকে টিকিট বুক করার সময় বাধ্যতামূলকভাবে আধার কার্ডের তথ্য দিতে হবে। এরফলে সহজেই রেল কর্তৃপক্ষ টিকিটে আধার নম্বর দেখে নির্দিষ্ট ব্য়ক্তিকে চিহ্নিত করতে পারবে এবং অসাধু চক্রের প্রাদুর্ভাব কমবে।

২০১৮ সাল থেকে চলতি বছরের মে মাস অবধি আরপিএফ ১৪ হাজার ২৫০ জনেরও বেশি অসাধু ব্যক্তিকে গ্রেফতার করেছে বেআইনিভাবে টিকিট বুকিং চক্র চালানোর জন্য, কঠোর করা হয়েছে আইনও। ২১টি সফটওয়্যার ও ওয়েব এক্সটেনশনও বন্ধ করে দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: ‘ঝগড়া শেষ? এ বার তবে কাজ করা যাক’, অক্সিজেন বিতর্কের মাঝেই কেন্দ্রকে টুইটবাণ কেজরীর

Next Article