Patna-Ranchi Vande Bharat Express: চালু হতে পারে পটনা-রাঁচী বন্দে ভারত এক্সপ্রেস

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 08, 2023 | 8:00 AM

পটনা-রাঁচী বন্দে ভারতের রুট, টিকিটের দাম, সময়সূচির ব্যাপারে ঘোষণা করেনি রেল। তবে রেল সূত্রে জানা গিয়েছে, পটনা থেকে ছেড়ে গয়া, কোডারমা, হাজারিবাগ টাউন, বারকানকা, বিআইটি মেসরা হয়ে রাঁচী যেতে পারে এই বন্দে ভারত এক্সপ্রেস।

Patna-Ranchi Vande Bharat Express: চালু হতে পারে পটনা-রাঁচী বন্দে ভারত এক্সপ্রেস
ফাইল ছবি

Follow Us

পটনা: বিহার পেতে চলেছে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। বিহারের রাজধানী পটনা থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচী অবধি খুব শীঘ্রই চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এ নিয়ে রেলের তরফে কোনও ঘোষণা এখনও অবধি করা হয়নি। তবে মঙ্গলবার বন্দে ভারতের সাতটি কোচ পৌঁছে গিয়েছে পটনা স্টেশনে। তার পর তা রাখা হয়েছে রাজেন্দ্র নগর টার্মিনালে। ২ দিন পরই সেই কোচগুলি ট্রায়াল রানের জন্য চালানো হতে পারে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির সিনিয়র ইঞ্জিনিয়ারদের উপস্থিতি ট্রায়াল রান হবে বলে সূত্রে মারফত জানা গিয়েছে। পটনা-রাঁচী বন্দে ভারত ট্রেনের ঘোষণা এ মাসেই করা হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

পটনা-রাঁচী বন্দে ভারতের রুট, টিকিটের দাম, সময়সূচির ব্যাপারে ঘোষণা করেনি রেল। তবে রেল সূত্রে জানা গিয়েছে, পটনা থেকে ছেড়ে গয়া, কোডারমা, হাজারিবাগ টাউন, বারকানকা, বিআইটি মেসরা হয়ে রাঁচী যেতে পারে এই বন্দে ভারত এক্সপ্রেস। দেশে এখন ১৮টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। ১৯ তম বন্দে ভারত মুম্বই-গোয়া রুটে চালুর কথা হয়েছিল। কিন্তু বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পর তা পিছিয়ে দেওয়া হয়। পটনা থেকে রাঁচীর মধ্যে বন্দে ভারত চালু হলে তা হবে দেশের ২০ তম বন্দে ভারত এক্সপ্রেস।

পটনা-রাঁচী বন্দে ভারত এক্সপ্রেস সংক্রান্ত কিছু তথ্য-

  • পটনা-রাঁচী বন্দে ভারত এক্সপ্রেসে পাঁচটি সাধারণ কোচ ও একটি লাক্সারি কোচ থাকবে।
  • ৫৩০ জন যাত্রীকে নিয়ে যেতে পারবে পটনা-রাঁচী বন্দে ভারত এক্সপ্রেস।
  • যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে ভারতীয় রেলের উচ্চগতির এই ট্রেনে।
  • ট্রায়াল রানের জন্য বন্দে ভারতের কোচ পটনা স্টেশনে আসতেই হাততালি দিয়ে স্বাগত জানানো হয়। সেলফি তোলার জন্য হুড়োহুড়িও লক্ষ্য করা গিয়েছে।
Next Article