নয়া দিল্লি: ২০২২-এ ভারতের জিডিপি ৩.৫ ট্রিলিয়ন (৩.৫ লক্ষ কোটি) মার্কিন ডলার অতিক্রম করেছে এবং আগামী কয়েক বছরে জি-২০ সদস্য দেশগুলির মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হবে ভারতীয় অর্থনীতি। জানিয়েছে রেটিং এজেন্সি মুডি’স ইনভেস্টর সার্ভিস। তবে তারা সতর্ক করেছে, আর্থিক সংস্কার এবং নীতির বাধায় লগ্নিতে বাধা আসতে পারে। এক গবেষণা ভিত্তিক রিপোর্টে, মার্কিন সংস্থাটি জানিয়েছে, লাইসেন্স প্রাপ্তি এবং ব্যবসা স্থাপনের অনুমোদন প্রক্রিয়া মন্থর করে দিতে পারে আমলাতন্ত্র। এর জন্যই বিভিন্ন প্রকল্প দীর্ঘায়িত হতে পারে। মুডি’স বলেছে, “সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমলাতন্ত্রের বাধা, ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই (FDI)-এর আকর্ষণ কমিয়ে দেবে। বিশেষ করে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের মতো এই অঞ্চলের অন্যান্য উন্নয়নশীল অর্থনীতির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ভারতের অর্থনীতি।”
রিপোর্ট অনুসারে, পারমাণবিক পরিবারের বৃদ্ধি, বৃহৎ শিক্ষিত কর্মীবাহিনী, এবং নগরায়নের ফলে ভারতে আবাসন, সিমেন্ট এবং নতুন গাড়ির চাহিদা ক্রমে বাড়বে। পরিকাঠামো ক্ষেত্রে সরকারি ব্যয়, ইস্পাত এবং সিমেন্ট শিল্পকে শক্তিশালী করবে। আর, ভারতের কার্বন নির্গমন শূন্য প্রতিশ্রুতি পুনর্নবিকরণযোগ্য শক্তি ক্ষেত্রে লগ্নি টানবে। আরও বলা হয়েছে, চলতি দশকের বাকি বছরগুলিতে উৎপাদন এবং পরিকাঠামো ক্ষেত্রে চাহিদা বছরে ৩ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়বে। তা সত্ত্বেও এই ক্ষেত্রে ২০৩০ সালে চিনের থেকে অনেকটাই পিছনে থাকবে ভারতের ক্ষমতা। মুডি’স-এর রিপোর্টে আরও বলা হয়েছে, অর্থনীতির শক্তিশালী সম্ভাবনা থাকা সত্ত্বেও, সীমিত অর্থনৈতিক উদারীকরণ এবং অর্থনৈতিক নীতিগুলির বাস্তবায়নের ক্ষেত্রে মন্থরতা, ভারতের উত্পাদন এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের গতি মন্থর করে দিতে পারে।
মুডি’স রিপোর্ট অনুসারে, জমি অধিগ্রহণের অনুমোদন, নিয়ন্ত্রক ছাড়পত্রগুলি ও লাইসেন্স প্রাপ্তি এবং ব্যবসা স্থাপনের জন্য প্রয়োজনীয় সময় সম্পর্কে নিশ্চিয়তার অভাব, প্রকল্পগলির বাস্তবায়ন দীর্ঘায়িত করতে পারে। এছাড়া আঞ্চলিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ভারতের সীমিত বহুপাক্ষিক উদারীকরণও বিদেশী বিনিয়োগের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। দুর্নীতি হ্রাস, অর্থনৈতিক কর্মকাণ্ডকে ফর্মালাইজ করা এবং কর সংগ্রহ ও প্রশাসনকে জোরদার করার বিষয়ে মোদী সরকারের প্রচেষ্টাকে ‘উৎসাহজনক’ বলা হয়েছে এই রিপোর্টে। যদিও এই প্রচেষ্টাগুলির কার্যকারিতা নিয়ে ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে এই মার্কিন রেটিং এজেন্সি। মুডি’স জানিয়েছে, শ্রম আইনের নমনীয়তা বৃদ্ধি, কৃষি ক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, উত্পাদন ক্ষেত্রে বিনিয়োগকে উৎসাহিত করা এবং আর্থিক ক্ষেত্রকে শক্তিশালী করার প্রচেষ্টাগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াবে।