Tiger: শুধুই ‘ফাঁকা’ গর্জন, ভারতে যা বাঘ আছে, তার ধারেকাছেও নেই বাংলাদেশ

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 11, 2024 | 2:06 PM

Indian Tiger: যেখানে মধ্য প্রদেশে ৪৩টি বাঘের মৃত্যু হয়েছিল, সেখানেই ২০২৪ সালে ৪৬টি বাঘের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে আবার বাঘের মৃত্যুহার ৫০ শতাংশ কমে গিয়েছে।

Tiger: শুধুই ফাঁকা গর্জন, ভারতে যা বাঘ আছে, তার ধারেকাছেও নেই বাংলাদেশ
ভারতে বাড়ছে বাঘ।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: বাড়ছে আরও গর্জন। কমছে বাঘের মৃত্যুহার। ন্যাশনাল টাইগার কনসারভেশন অথারিটির তথ্য অনুযায়ী, ভারতে বাঘের মৃত্যুহার এক বছরেই ৩৭ শতাংশ কমেছে। ২০২৩ সালে যেখানে ১৮২ টি বাঘের মৃত্যু হয়েছিল, সেখানে ২০২৪ সালে ১১৫টি বাঘের মৃত্যু হয়েছে। পোচিং বা বাঘ শিকারও ১৭ থেকে কমে ৪- এ নেমে এসেছে।

এনটিসিএ-র তথ্যে প্রাকৃতিক ও অস্বাভাবিকভাবে বাঘ মৃত্যুর তথ্য তুলে ধরা হয়েছে। তবে তা দুর্ঘটনা, বিষক্রিয়া বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে কি না, তা স্পষ্ট করে বলা হয়নি। জানা গিয়েছে, রাজ্যের নিরিখে সবথেকে বেশি বাঘের মৃত্যু হয়েছে মধ্য প্রদেশ ও মহারাষ্ট্রে।

গত বছরের তথ্য অনুযায়ী, ভারতে মোট বাঘের সংখ্যা ছিল ৩৬৮২। সেখানেই বাংলাদেশে বাঘের সংখ্যা মেরেকেটে ১২৫।

গতবছর যেখানে মধ্য প্রদেশে ৪৩টি বাঘের মৃত্যু হয়েছিল, সেখানেই ২০২৪ সালে ৪৬টি বাঘের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে আবার বাঘের মৃত্যুহার ৫০ শতাংশ কমে গিয়েছে। ২০২৩ সালে মহারাষ্ট্রে ৪৩টি বাঘের মৃত্যু হয়েছিল, চলতি বছরে ২৩টি বাঘের মৃত্যু হয়েছে। কর্নাটকে এ বছর ১১টি বাঘের মৃত্যু হয়েছে, কম বছরের তুলনায় একটি কম বাঘের মৃত্যু হয়েছে এবার।

 

Next Article